24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:35 am
নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স। সৌজন্যে দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। শনিবার জোড়া গোল করে ডেনমার্কের বিরুদ্ধে জয় এনে দিয়ে অসংখ্য ফরাসি সমর্থকদের মুখে হাসি ফোটালেন। এদিন হারার ফলে শেষ ষোলোয় যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ল ডেনিশদের পক্ষে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে এরিকসেনদের।
প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল দিদিয়ের দেঁশের দল। উল্টোদিকে প্রথম ম্যাচে তিউনিশিয়ার সঙ্গে ড্র করেছিল ডেনমার্ক। বিশ্বকাপে টিঁকে থাকতে এদিন ৯৭৪ স্টেডিয়ামে শুরু থেকেই ঝাঁপিয়েছিল ডেনিশরা। কিন্তু বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে-জিরুদের যুগলবন্দিকে সামাল দিতে কার্যত ব্যস্ত থাকতে হয়েছিল এরিকসেনদের। ২১ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পেয়েছিল ফ্রান্স। আদ্রিঁয়ো রাবারোর জোরালো হেড কোনও রকমে প্রতিহত করেন ডেনিশ গোলরক্ষক কাসপের স্মাইকেল। ৩৪ মিনিটে আচমকাই শট নিয়েছিলেন গ্রিজম্যান। কিন্তু সেই শটও প্রতিহত করেন ডেনমার্কের গোলরক্ষক। খানিকক্ষণ বাদে জিরুদের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ফাঁকা পোস্ট পেয়েও বল উড়িয়ে দেন এমবাপ্পে।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়ায় ফ্রান্স। মুহুর্মুহু আক্রমণে দিসেহারা হয়ে পড়েন ডেনমার্কের রক্ষণভাগের খেলোয়াড়রা। ৬১ মিনিটের মাথায় ডি বক্সের বাঁ পাশ থেকে থি-ও হার্নান্ডেজের বাড়ানো পাস নিঁখুত শটে ডেনমার্কের জালে জড়ান এমবাপ্পে। যদিও ওই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। সাত মিনিট বাদে প্রতি আক্রমণে গোল করে সমতা ফেরান ডেনমার্কের আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন। গোল খাওয়ার পরে তেড়েফুঁড়ে আক্রমণ চালাতে থাকে ফ্রান্স। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে গ্রিজম্যানের কাছ থেকে পাওয়া দুর্দান্ত পাস থেকে গোলমুখে ক্রস দেন পরিবর্ত খেলোয়াড় কিংসলি কোম্যান। দ্রুতগতির এমবাপ্পে শরীর ঠেকিয়ে ওই বল ডেনমার্কের জালে জড়ান। ম্যাচের শেষদিকে গোল খেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ডেনমার্কের খেলোয়াড়রা। চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ানের মতোই খেলছে দিদিয়ের দেঁশর ছেলেরা। ‘চ্যাম্পিয়ানদের অভিশাপ’ কাটাল।