17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:13 am
আন্তর্জাতিক ডেস্ক: অপেক্ষা শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার। ফুটবলের মহাযজ্ঞ শেষ হলে নতুন ক্লাবে সই করবেন রোনাল্ডো। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদন অনুসারে, রোনাল্ডো সিদ্ধান্ত নিয়েছেন চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া যে কোনও একটি ক্লাবে তিনি যোগ দেবেন। সৌদি আরবের একটি ক্লাব রোনাল্ডোর সঙ্গে চুক্তি সই করার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তারা যে টাকা এই তারকা ফুটবলারকে দিতে চাইছে, সেই টাকায় রাজি হচ্ছেন না পর্তুগিজ তারকা। তাই, বিশ্বকাপ চলার মাঝেই নতুন ক্লাবের সন্ধান শুরু হয়। অবশেষে সেই সন্ধানের ইতি ঘটল।
তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, রোনাল্ডোর সৌদির কোনও ক্লাবে যোগ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সম্প্রতি এই তারকা ফুটবলারের সাক্ষাৎকার নিয়েছিলেন এক ক্রীড়া সাংবাদিক। সেই সাক্ষাতকারে রোনাল্ডো জানিয়ে দেন, আগামীদিনে তাঁর ফুটবল জীবন কোন দিকে ঘুরবে। ওই সাক্ষাৎকারে পর্তুগিজ ফুটবল তারকা খোলাখুলি জানান, টাকার থেকে তার কাছে দামি ফুটবল কেরিয়ার। তাই, সৌদি আরবের পরিবর্তে তিনি চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণকারী কোনও একটি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি দলের থেকে প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলি খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্বকাপ চলাকালীন রোনাল্ডোকে কেন্দ্র করে নানা খবর তৈরি হয়। খবরের প্রতিপাদ্য বিষয় ছিল পর্তুগিজ তারকা আগামীদিনে কোনও ক্লাবে যোগ দিতে চলেছেন।
আরও পড়ুন ম্যানইউ ছাড়ছেন রোনাল্ডো, পরবর্তী গন্তব্য বরোসিয়া ডর্টমুন্ড