30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:11 pm
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের দৌড় থেকে ইরান ছিটকে যাওয়ায় এক যুবক গাড়ির হর্ন বাজিয়ে আনন্দ করছিলেন। পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইরান প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের নাম মেহরান সামাক। বয়স মাত্র ২৭ বছর।
বিশ্বকাপে গতকাল আমেরিকার বিরুদ্ধে খেলতে নামে ইরান। খেলার ফলাফল ১-০। খেলা শেষ হতেই ইরানের নানা প্রান্তে মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন। ইরানের বান্দার আঞ্জালিতে মেহরান সামাক গাড়ি থামিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলের আশেপাশে ঘুরছিল পুলিশ। আচমকাই তাদের নজরে পড়ে মেহরান সামাক গাড়ি দাঁড় করিয়ে ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, মেহরানকে সতর্ক না করেই তাঁর কপাল লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ওসলো মানবাধিকার সংগঠনের বিবৃতি উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ২৭ বছরের যুবকের কপাল লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আন্তর্জাতিকমহল মনে করছে, হিজাব-বিরোধী আন্দোলনের জেরে তেতে রয়েছে ইরান। নানা প্রান্ত থেকে একের পর এক অপ্রীতিকর ঘটনার খবর আসছে। তাই, বিশ্বকাপের ম্যাচে দলের হেরে যাওয়ায় সে দেশের ফুটবলভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ স্বভাবতই খুশি।
ওয়েলসের বিরুদ্ধে ইরান জয় পেয়েছিল। সেই জয়ের আনন্দে ইরান সরকার সে দেশের হিজাব-বিরোধী শতাধিক আন্দোলনকারীদের মুক্তি দেয়। এবার দল হেরে যাওয়ায় খুশি সে দেশের হিজাব-বিরোধীরা।
আরও পড়ুন হিজাব ইস্য়ুতে ইরানকে বয়কটের ডাক খামেইনির ভাইঝির