এই মুহূর্তে




আজ জিভকে বশে রাখুন, নাহলেই ঘনাবে বিপদ




নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার। সিদ্ধিদাতা গণেশের দিন আজ। বিঘ্ননাশকের কৃপায় কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন চট করে।

মেষ

কোনও ব্যাপারে দোষারোপ ও অযথা কোনও ঝামেলার সৃষ্টি হবে। কোনও আঘাতমূলক কথা শুনতে পারেন। কথাবার্তায় ও চলাফেরায় সতর্ক থাকুন।

বৃষ

নতুন কোনও দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থ লাভ। হঠাৎ কোনও ঝামেলা সৃষ্টি। কারও কোনও অনুরোধ রক্ষা। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।

মিথুন

অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। কোনও বিলাস দ্রব্য কেনাকাটা হবে। অযথা বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে অশান্তি ভোগ করতে হবে।

কর্কট

নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে হবে।

সিংহ

আর্থিক উন্নতির চেয়ে ব্যয় বাড়বে অধিক। আত্মীয়ের সাথে মনোমালিন্য। কোনও ছোট ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। গুণী ব্যক্তির সাহায্যলাভ।

কন্যা

অপ্রত্যাশিত অর্থলাভের পক্ষে দিনটা অনুকূলে। কোনও শুভ কর্মানুষ্ঠানে যোগদান। কোনও শুভ সংবাদ পাবেন। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। কারও অনুরোধ রক্ষা।

তুলা

কল্পনাতীত ব্যয় বাড়বে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। কোনও নতুন দ্রব্য কেনাকাটা। কোনও সুসংবাদ পাবেন। কারও সাথে কথা কাটাকাটি ও বচসার সৃষ্টি হবে।

বৃশ্চিক

আর্থিক দুর্ভাবনা কমবে। কুজন নিন্দা প্রচার করবে। গুরুস্থানীয়ের সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে। অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন।

ধনু

প্রিয়জনের ভাবনা দেখা দেবে। কথাবার্তায় সংযত না হলে অযথা ঝগড়া কিংবা বচসায় লিপ্ত হতে হবে। হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কেউ মিথ্যা অপবাদ দিতে পারে।

মকর

আয় বৃদ্ধি ও অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। শারীরিক আমেজ নষ্ট। মনের উপর চাপ বৃদ্ধি পাবে। কথাবার্তায় সংযমী না হলে কোনও বিবাদে জড়িয়ে পড়বেন। কোনও নিকট আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা দেখা দেবে।

কুম্ভ

নতুন কোনও দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ দেখা দেবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠার সৃষ্টি হবে।

মীন

মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। গৃহে নতুন দ্রব্য আসবে। হঠাৎ নিমন্ত্রিত হতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যবসায় আজ ভয়ানক ক্ষতি হবে, সাবধানে থাকুন এই রাশির জাতকরা..

বন্ধু সঙ্গে আনন্দ লাভ, আজ মন খুলে হাসুন

শনির রাশিতে প্রবেশ বুধের, ফুলে ফেঁপে উঠবেন এই তিন রাশির জাতকরা

দেখে নিন বুধবারের ভাগ্যবান রাশির তালিকায় কারা আছেন?

২৩ জুলাই থেকে বদলে যাবে আপনার ভাগ্য, জেনে নিন কোন রাশির জাতকরা মঙ্গলকে পাশে পাবেন

আজ মঙ্গলে কোন রাশির জাতকদের মঙ্গল, কাদেরই বা অমঙ্গল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ