এই মুহূর্তে




লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হবে কি, জেনে নিন আজকের রাশিফল




নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিন্দু শাস্ত্র মতে আজ দেবী লক্ষ্মীর দিন। লক্ষ্মীবারে কার উপর কতটা আশীর্বাদ বর্ষাবেন কমলাসনা, দেখে নিন রাশিফলে।

মেষ

দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্রে থাকবে হতাশাপূর্ণ। কারও সাথে অযথা অশান্তির সৃষ্টি ও ভুল বোঝাবুঝি দেখা দেবে।

মিথুন

আয় বৃদ্ধি এবং সামান্য আর্থিক উন্নতি হবে। কোনও কাজের ব্যাপারে প্রশংসিত হবেন। মানসিক চাপ সামান্য কমবে।

কর্কট

মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কারও কথা রক্ষা করতে হবে। স্বজন বিষয়ে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে।

সিংহ

চিত্ত চঞ্চলতা বাড়বে প্রবল। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে। গৃহে নতুন ব্যক্তি কিংবা আত্মীয়ের আগমন ও ব্যয় বৃদ্ধি পাবে।

কন্যা

সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া সৃষ্টি হবে। গৃহ পরিবেশ অশান্তির সৃষ্টি করবে। কোনও সুসংবাদ পাবেন। গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কথা রক্ষার্থে কোথাও যেতে হবে।

তুলা

অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। স্পষ্টবাদিতা ও জেদি মনোভাব অন্যের সমালোচনার খোরাক করতে পারে। কর্মক্ষেত্রে কোনও ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে।

বৃশ্চিক

কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে। সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থ ক্ষতির যোগ বর্তমান। হঠাৎ কোনও যোগাযোগ উদ্দীপনা বৃদ্ধি করতে পারে।

ধনু

কারও অপ্রীতিভাজন ও অন্যে ভুল বুঝে দোষারোপ করতে পারে। পারিবারিক কারণে মনোমালিন্য ও কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে।

মকর

নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ বৃদ্ধি পাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। শারীরিক দিক থেকে বিব্রত বোধ করবেন।

কুম্ভ

মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে, সামান্য রক্তপাত হবে। রাগ বাড়বে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। নিকট আত্মীয়ের ব্যাপারে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে।

মীন

পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। অপ্রত্যাশিত কিছু অর্থ আসবে। গৃহে কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২ দিন পরেই রাশি পরিবর্তন করছে রাহু-কেতু, সুদিন ফিরছে ৩ রাশির জাতকদের

আজ নক্ষত্র পরিবর্তন করবে শুক্র, এই রাশিচক্রের জাতকদের খুলবে ভাগ্য

আজ রবিবার কার পকেট ভারী হবে? কার পকেট থেকে খসবে টাকা?

২৪ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ, ভাগ্য ফিরবে ৩ রাশির জাতকদের

সুপ্ত ইচ্ছে আজ পূর্ণতা পাবে, জেনে নিন শনিতে কেমন যাবে দিনটা?

আজ শুক্রবার দিন কাদের শুভ, কারা থাকবেন সাবধানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ