মঙ্গলবার কেমন কাটবে সারাদিন, দেখে নিন সকালেই
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। কিন্ত কেমন কাটবে আপনার সারাদিন, তাই দিন শুরুর আগে দেখে নিন কেমন কাটতে পারে আপনার দিনটি।
মেষ পাওনা টাকা আদায় হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। চুরি বা ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে।
বৃষ ধর্মের আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে । মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন।
মিথুন আজ কর্ম ভালই এগবে, কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে। কারও বিশ্বাসভঙ্গের অপবাদ আসতে পারে। সাংসারিক জটিলতা কাটতে পারে। না চাইতেই পাওনা আদায় হতে পারে। কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে, কাটিয়ে না উঠলে সমস্যা।
কর্কট আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনস্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন। চলাফেরায় বাড়তি সতর্কতা নিন।পূজা-পাঠের জন্য মনে ভক্তি বাড়তে পারে। কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনার জন্য ভাল সময়।
সিংহ আপনি কোনও কারণে পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ। আজ কোনও কারণে বিপদে পড়ে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবে। উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
কন্যা আজ কোনও বিশেষ কারণে সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে। প্রিয়জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয়। ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে। আজ রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন, বিপদের আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময়।
তুলা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে অশান্তি। আইনি ব্যপারে সুব্যবস্থা।উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মা –বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ।
বৃশ্চিক মাথা ঠান্ডা রাখতে হবে। আজ সকাল বেলাতেই চমকে যাওয়ার মতো খবর পেতে পারেন। আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন। ছোট কারও কাছ থেকে উপকার পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।বাড়িতে আগুন থেকে সাবধান থাকুন।
মকর আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনও লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে। আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
ধনু প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে । আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় একটু চাপ সকাল থেকে থাকবে।
কুম্ভ সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা।আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারাদিন আলস্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাই-বোনদের সঙ্গে ঝগড়া। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে।
মীন কোনও বিষয়ে ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বেশি কথায় অশান্তি। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।আজ সকালের দিকে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। যানবাহন চালনা খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।
মেষ পাওনা টাকা আদায় হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। চুরি বা ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে।
বৃষ ধর্মের আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে । মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন।
মিথুন আজ কর্ম ভালই এগবে, কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে। কারও বিশ্বাসভঙ্গের অপবাদ আসতে পারে। সাংসারিক জটিলতা কাটতে পারে। না চাইতেই পাওনা আদায় হতে পারে। কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে, কাটিয়ে না উঠলে সমস্যা।
কর্কট আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনস্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন। চলাফেরায় বাড়তি সতর্কতা নিন।পূজা-পাঠের জন্য মনে ভক্তি বাড়তে পারে। কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনার জন্য ভাল সময়।
সিংহ আপনি কোনও কারণে পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ। আজ কোনও কারণে বিপদে পড়ে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবে। উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
কন্যা আজ কোনও বিশেষ কারণে সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে। প্রিয়জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয়। ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে। আজ রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন, বিপদের আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময়।
তুলা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে অশান্তি। আইনি ব্যপারে সুব্যবস্থা।উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মা –বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ।
বৃশ্চিক মাথা ঠান্ডা রাখতে হবে। আজ সকাল বেলাতেই চমকে যাওয়ার মতো খবর পেতে পারেন। আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন। ছোট কারও কাছ থেকে উপকার পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।বাড়িতে আগুন থেকে সাবধান থাকুন।
মকর আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনও লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে। আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
ধনু প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে । আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় একটু চাপ সকাল থেকে থাকবে।
কুম্ভ সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা।আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারাদিন আলস্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাই-বোনদের সঙ্গে ঝগড়া। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে।
মীন কোনও বিষয়ে ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বেশি কথায় অশান্তি। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।আজ সকালের দিকে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। যানবাহন চালনা খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।
More News:
17th April 2021
14th April 2021
13th April 2021
বন্ধু বিবাদ মেষের, ভ্রমণের সুযোগ বৃশ্চিকের, আপনার ভাগ্যে কী?
12th April 2021
10th April 2021
Leave A Comment