আন্তর্জাতিক ডেস্ক: আবার সে এসেছে ফিরিয়া।
ফিরেছে হাভানা সিন্ড্রম। একটা সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, ভারত ঘুরে যাওয়া সিআইএ কর্তা উইলিয়াম বার্নসের সফরসঙ্গী শরীরে এই রোগের লক্ষণ ধরা পড়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বিশেষ কারণে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে দুশোর বেশি মার্কিন সরকারি আধিকারিক হাভানা সিন্ড্রমে আক্রান্ত।
কী এই হাভনা সিন্ড্রম এবং কোথা থেকে এল?
করোনার মতই অদৃশ্য এই ভাইরাস এবং অত্যান্ত শক্তিশালী। প্রথম এই রোগের খবর জানা যায় ২০১৬ সালে। কিউবার মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।
রোগের লক্ষণ
অসহ্য মাথা যন্ত্রণা, সঙ্গে বমি-বমি ভাব। দ্রুত স্মৃতিশক্তি লোপ পায়। শরীর দ্রুত দূর্বল হয়ে পড়ে। মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে হারিয়ে যায় শ্রবণ ক্ষমতা। দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে পড়ে। দেখা দেয় ভার্টিগো সমস্যা। শারীরিক ভারসাম্য নষ্ট হতে থাকে।
আক্রান্ত অনেকে জানিয়েছেন, বিস্ফোরণ ঘটলে যেমন হয়, তেমনই তাদের মনে হত মাথার ভিতরে যেন বড়ো ধরনের বিস্ফোরণ ঘটেছে। হাভানায় এই রোগ প্রথম ধরা পড়ায় নাম হয়ে যায় হাভানা সিন্ড্রম।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত মাসে হ্যানয় যাওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় কিউবায় মার্কিন দূতাবাসের এক কর্মী হাভানা সিন্ড্রমে আক্রান্ত। বিমান ছাড়ে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা বাদে। করোনার তৃতীয় ঢেউ যখন দুয়ারে কড়া নাড়ছে সেই সময় হাভানা সিন্ড্রমের প্রত্যাবর্তনের খবরে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা।