ক্যাপিটালে আক্রান্ত ২০০ ন্যাশনাল গার্ড, ক্ষমাপ্রার্থী বাইডেন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: হোয়াইট হাউসে পা রাখতেই বিতর্কে জড়ালেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার ২০ জানুয়ারি ক্যাপিটাল হিলসে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কমপক্ষে ২০০ জন ন্যাশ’নাল গার্ডের শরীরে করোনা ভাইরাসের জীবানু মেলায় হতচকিত মার্কিন প্রশাসন। আর এই ঘটনার কথা জানতে পেরেই গতকাল শুক্রবার দুঃখ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গতকালই হোয়াইট হাউসে আহ্বান জানান মার্কিন ন্যাশনাল গার্ডের প্রধান ড্যানিয়েল.আর. হোকানসনকে।
হোয়াইট হাউস সূত্রে খবর , জেনারেল হোকানসনের কাছেই এই ঘটনার জন্য ক্ষমা চান তিনি। পাশাপাশি হোয়াইট হাউসে আমন্ত্রিত রয়াল গার্ডদের পরিবারকেও সাদর আপ্যায়নের মাধ্যমে অভ্যর্থনা জানান ফাস্ট লেডি জিল বাইডেন। প্রেসিডেন্টের পরিবারের এমন আতিথেয়তা পেয়ে উৎফুল্ল রয়াল গার্ড সদস্যরা।
জানা গিয়েছে, গত ৬ ই জানুয়ারি ওয়াশিংটনে ট্রাম্প পন্থীদের দ্বারা মার্কিন কংগ্রেসে ‘ হামলার পর থেকেই কমপক্ষে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় রাজধানীতে।
অন্যদিকে, করোনা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে। তবে আক্রান্ত সমস্ত ন্যাশনাল গার্ড সদস্যকেই মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গাইডলাইন্স মেনেই চলতে হচ্ছে। কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি নির্দিষ্ঠ সময় অন্তর দেহের তাপমাত্রার ওপরও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
করোনা নিয়ে প্রথম থেকেই ট্রাম্পের প্রবল বিরোধীতা করে এসেছেন বাইডেন। মহামারী মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা সম্পূর্ণই ব্যর্থ বলেও সমস্ত নির্বাচনী সভায় জোর গলায় বক্তব্য রেখেছেন বাইডেন। এবার ওভাল অফিসের চেয়ারে বসতেই সেই করোনা বিতর্কের সম্মুখীন হতে হল নয়া প্রেসিডেন্টকে।
অন্যদিকে, করোনা মহামারীতে শুক্রবার কমপক্ষে ৪ লক্ষ মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানান বাইডেন। মহামারীর জন্য মার্কিন মুলুকে চাকরি সংকট মেটাতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বাইডেন।
হোয়াইট হাউস সূত্রে খবর , জেনারেল হোকানসনের কাছেই এই ঘটনার জন্য ক্ষমা চান তিনি। পাশাপাশি হোয়াইট হাউসে আমন্ত্রিত রয়াল গার্ডদের পরিবারকেও সাদর আপ্যায়নের মাধ্যমে অভ্যর্থনা জানান ফাস্ট লেডি জিল বাইডেন। প্রেসিডেন্টের পরিবারের এমন আতিথেয়তা পেয়ে উৎফুল্ল রয়াল গার্ড সদস্যরা।
জানা গিয়েছে, গত ৬ ই জানুয়ারি ওয়াশিংটনে ট্রাম্প পন্থীদের দ্বারা মার্কিন কংগ্রেসে ‘ হামলার পর থেকেই কমপক্ষে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় রাজধানীতে।
অন্যদিকে, করোনা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে। তবে আক্রান্ত সমস্ত ন্যাশনাল গার্ড সদস্যকেই মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গাইডলাইন্স মেনেই চলতে হচ্ছে। কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি নির্দিষ্ঠ সময় অন্তর দেহের তাপমাত্রার ওপরও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
করোনা নিয়ে প্রথম থেকেই ট্রাম্পের প্রবল বিরোধীতা করে এসেছেন বাইডেন। মহামারী মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা সম্পূর্ণই ব্যর্থ বলেও সমস্ত নির্বাচনী সভায় জোর গলায় বক্তব্য রেখেছেন বাইডেন। এবার ওভাল অফিসের চেয়ারে বসতেই সেই করোনা বিতর্কের সম্মুখীন হতে হল নয়া প্রেসিডেন্টকে।
অন্যদিকে, করোনা মহামারীতে শুক্রবার কমপক্ষে ৪ লক্ষ মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানান বাইডেন। মহামারীর জন্য মার্কিন মুলুকে চাকরি সংকট মেটাতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বাইডেন।
More News:
6th March 2021
6th March 2021
6th March 2021
5th March 2021
5th March 2021
4th March 2021
4th March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
Leave A Comment