সোমবার ঢাকায় পৌঁছচ্ছে আরও ৫০ লক্ষ ডোজ কোভিশিল্ড
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেরাম ইনস্টিটিউট থেকে কেনা করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর ৫০ লক্ষ ডোজ আগামিকাল সোমবার ঢাকায় এসে পৌঁছচ্ছে। বাকি আড়াই কোটি ডোজ বিভিন্ন দফায় আসবে। রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যেই গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লক্ষ ডোজ কোভিশিল্ড ঢাকায় পৌঁছেছে। আর ৭০ লক্ষ ডোজ টিকার ভাণ্ডার নিয়েই আগামী ২৭ জানুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে করোনার টিকাকরণ কর্মসূচি। তবে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি পুরোদমে শুরু করার আগে এক সপ্তাহের ট্রায়াল রান করা হবে। সেই ট্রায়াল রান শেষে ৮ ফেব্রুয়ারি থেকে পুরোদমে টিকাকরণ কর্মসূচি চালু হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে দেশের স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘দীর্ঘদিন ধরেই অ্যান্টিবডি টেস্ট শুরু করার দাবি জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের দাবিকে মান্যতা দিয়ে অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। আপাতত কিট দিয়েই ওই অ্যান্টিবডি টেস্ট চলবে।’ অ্যান্টিবডি টেস্টের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কিট আমদানির জন্য বেসরকারি সংস্থাকে অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, ‘বাজারে কী পরিমাণ অ্যান্টিবডি টেস্ট কিট আছে, এই পরিসংখ্যান আমি দিতে পারব না। যার প্রয়োজন হবে কিট নিয়ে আসবে। বেসরকারি প্রতিষ্ঠান এই কিট আমদানি করতে পারবে।’
অন্যদিকে, দেশে গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে আরও ২০ জন মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এ নিয়ে এখনও পর্যন্ত ৮ হাজার ২৩ জন প্রাণ হারালেন। নতুন করে আরও ৪৭৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ৭৯৯ জনে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫১৪ জন। এ পর্যন্ত মোট ৪ লক্ষ ৭৬ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছেন।
এদিন সাংবাদিক সম্মেলনে দেশের স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘দীর্ঘদিন ধরেই অ্যান্টিবডি টেস্ট শুরু করার দাবি জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের দাবিকে মান্যতা দিয়ে অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। আপাতত কিট দিয়েই ওই অ্যান্টিবডি টেস্ট চলবে।’ অ্যান্টিবডি টেস্টের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কিট আমদানির জন্য বেসরকারি সংস্থাকে অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, ‘বাজারে কী পরিমাণ অ্যান্টিবডি টেস্ট কিট আছে, এই পরিসংখ্যান আমি দিতে পারব না। যার প্রয়োজন হবে কিট নিয়ে আসবে। বেসরকারি প্রতিষ্ঠান এই কিট আমদানি করতে পারবে।’
অন্যদিকে, দেশে গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে আরও ২০ জন মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এ নিয়ে এখনও পর্যন্ত ৮ হাজার ২৩ জন প্রাণ হারালেন। নতুন করে আরও ৪৭৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ৭৯৯ জনে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫১৪ জন। এ পর্যন্ত মোট ৪ লক্ষ ৭৬ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছেন।
More News:
6th March 2021
6th March 2021
6th March 2021
5th March 2021
5th March 2021
4th March 2021
4th March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
Leave A Comment