-273ºc,
Friday, 2nd June, 2023 9:58 pm
আন্তর্জাতিক ডেস্ক: জীবন যুদ্ধে পরাজিতদের কাছে একটাই রাস্তা খোলা থাকে-আত্মহত্যা। আত্মহত্যার আবার নানা ধরনের। সে সব বিষয়ে নাতিদীর্ঘ বক্তৃতা দেওয়ার দরকার নেই। এই খবরের কেন্দ্র বিন্দুতে আয়ারল্যান্ডের এক মহিলা। নানা কারণে মানসিক অবসাদে ভুগতে থাকা ওই মহিলা ঠিক করলেন ব্যাটারি গিলে আত্মহত্যা করবেন। প্রাণ তো গেল না, উল্টে তাকে যেতে হল হাসপাতালে।
চিকিৎসককে তিনি জানালেন কাহিনি। মহিলার কাছে তারা জানতে চান তিনি কটি ব্যাটারি গিলেছেন। কোনও সদুত্তর জবাব তিনি দিতে পারেননি। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ মহিলার অপারেশনের সিদ্ধান্ত নেন। পেট কেটে বের করা হয় ৫৫টি ব্যাটারি। রিপোর্ট সায়েন্স অ্যালার্টের।
প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা হয়েছিল মলের সঙ্গে একটা একটা করে ব্যাটারি বেরিয়ে যাবে। তার জন্য কিছু ওষুধপত্র দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় চিকিৎসকেরা পেটে কেটে ব্যাটারি বের করার সিদ্ধান্ত নেন।
অপারেশনের সঙ্গে যুক্ত এক চিকিৎসক জানিয়েছেন, মহিলার পেটের এক্সরে ও স্ক্যান রিপোর্ট দেখে চমকে উঠেছিলাম। অবাক হয়েছি, একসঙ্গে এতগুলি ব্যাটারি খাওয়ার পরেও মহিলা জীবীত। স্ক্যান এবং এক্সরে রিপোর্টে দেখা গিয়েছে তলপেট এবং যকৃতের কাছে ব্যাটারিগুলো জমে রয়েছে। কয়েকটি ব্যাটারি অন্ত্রে জমা ছিল। একসঙ্গে এতগুলি ব্যাটারি গিলে খাওয়ার ঘটনা এই প্রথম। অপারেশন করতে হয়েছে দু দফায়। প্রথম অপারেশনে বের করা হয় ৪৬টি ব্যাটারি। পরে বাকি ব্যাটারি। মহিলাকে আপাতত কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।