27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:22 am
আন্তর্জাতিক ডেস্ক: কেচ্ছার জেরে জেরবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুবরাজ প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টির দিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বসেছিল মদিরার আসর। দ্য টেলিগ্রাফের খবর উদ্ধৃত করে বিবিসি এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অবশ্য ওই আসরে ছিলেন না। তাতেও খুব একটা স্বস্তিতে নেই বরিস জনসন। কারণ, করোনার শৃঙ্খল ভাঙতে দেশে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারপরেও কোন আক্কেলে প্রধানমন্ত্রীর বাসভবনে পার্টি বসল?
বিবিসির প্রতিবেদন অনুসারে, ওই মোচ্ছবের আয়োজন করেন প্রধানমন্ত্রীর দফতরের পদস্থকর্তা সুয়ে গ্রে। পার্টি বসেছিল গত বছর ১৬ এপ্রিল। করোনা ভাইরাস বিশ্বজুড়ে নির্বিবাদে ব্যাটিং করে চলেছে। জানা গিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রীর যোগাযোগ সংক্রান্ত বিষয়ক দফতরে তৎকালীন ডিরেক্টরের অবসর গ্রহণের কথা ছিল। আর তাঁর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে ঢালাও খানা-পিনার ব্যবস্থা করা হয়।
ব্রিটেনে এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মতে, প্রধানমন্ত্রী ওই পার্টি না থাকলেও তিনি কোনওভাবেই এর দায় এড়াতে পারেন না। কারণ, ওই মোচ্ছব বসেছিল তার সরকারি বাসভবনে। প্রধানমন্ত্রী জনসন এমনিতেই বেশ চাপে। আর নতুন করে তাঁর ওপর চাপ বাড়াল দ্য ডেইলি টেলিগ্রাফের রিপোর্ট। প্রধানমন্ত্রী কী পদক্ষেপ করেন, সে দিকে তাকিয়ে ব্রিটেন। দলের তরফ থেকে বরিস জনসনের ওপর ইস্তফার জন্য চাপ দেওয়া হচ্ছে।