27ºc, Mist
Monday, 27th March, 2023 9:30 am
আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণে কাঁপল পেশোয়ার। একটি মসজিদ লক্ষ্য করে হয়েছে হামলা, সোমবার দুপুরে। প্রাণ হারিয়েছেন ৪৬ জন। জখম ৮০। সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তারা ভর্তি লেডি রিডিং হাসপাতালে। এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফ থেকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রশাসনের অনুমান, স্থানীয় কোনও জঙ্গি সংগঠনের এই হামলার পিছনে হাত থাকতে পারে।
স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হামলা হয় দুপুরের নমাজ সবে শেষ হয়েছে। ঘড়িতে তখন ১.৪০ঘ। মসজিদ ছেড়ে যে যার গন্তব্যের দিকে পাড়ি দেবেন। এমন সময় বিকট শব্দ। গোটা মসজিদটাই দুলে ওঠে। বিস্ফোরণের তীব্রতা উড়ে যায় মসজিদের ছাদ। লাগে আগুন। এখনও স্পষ্ট নয় যে এটা আত্মঘাতী হামলা না কি মসজিদের ভিতরে বোমা রাখা ছিল। রিমোট কন্ট্রোলের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়।
মসজিদে কতজন ছিল, সে ব্যাপারে প্রশাসন কিছু জানাতে পারছে না। তারা পুরোপুরি অন্ধকারে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। গিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। আহতদের দ্রুত তারা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। জখমদের মধ্যে কয়েকজন তরুণও রয়েছে।
লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক মহম্মদ আসিন জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা চলছে ৬০ জনের। অধিকাংশের শরীরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জ্বলে গিয়েছে। তাদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে। পাকিস্তানে এর আগেও মসজিদে হামলা হয়েছে। অধিকাংশ হামলা প্রার্থনা চলাকালীন।
আরও পড়ুন পাকিস্তানে পেট্রোলের চেয়েও দামি ডিজেল, মূল্যবৃদ্ধি ঘোষণা সরকারের