অবশেষে পাকড়াও এশিয়ার মাদক ‘সম্রাট’ চি লপ
Share Link:

আন্তর্জাতিক ডেস্ক: তার মাদক ব্যবসার সাম্রাজ্য ছড়িয়ে গোটা এশিয়া জুড়ে। প্রতি বছর তার সংস্থা অন্তত সাত হাজার কোটি ডলারের মাদক ব্যবসা পরিচালনা করে। বিশ্বের বহু দেশের পুলিশ তার খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে নেদারল্যান্ডস পুলিশের হাতে পাকড়াও হয়েছে এশিয়ার ‘মাদক সম্রাট’ সে চি লপ। চিনা বংশোদ্ভুত কানাডার নাগরিক সে চি লপকে শুক্রবার আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক সম্রাটকে তাদের হাতে প্রত্যর্পণের জন্য নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কাছে দাবি জানাবে অস্ট্রেলিয়া প্রশাসন। কেননা, গত ১০ বছর ধরেই সে চি লপকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ৫৬ বছর বয়সী চিনা বংশোদ্ভুত সে চি লপ গত কয়েক বছর ধরেই এশিয়াজুড়ে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত এক দশকে তার মাদক ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। ধুরন্ধর ব্যবসায়ী চি লপকে কুখ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী ‘এল চাপো’ গুজমানের সঙ্গেও তুলনা করা হয়। তার সংস্থা ‘দ্য কোম্পানি’ পুরো এশিয়ায় সাত হাজার কোটি ডলারের অবৈধ মাদকের বাজার পরিচালনা করে তারা। গত ১০ বছর ধরেই সে চি লপের গতিবিধির ওপর নজর রাখছিল অস্ট্রেলিয়ার পুলিশ। ওশেনিয়া মহাদেশটির পুলিশ আধিকারিকদের ধারনা, স্যাম গোর সিন্ডিকেট নামে পরিচিত ‘দ্য কোম্পানি’ পুরো এশিয়ার মাদক ব্যবসার প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে।
২০১৯ সালে রয়টার্সের এক প্রতিবেদনে এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল এক হাজার ৭০০ কোটি ডলার। নব্বইয়ের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়ে ৯ বছর জেলে কাটিয়েছিলেন সে চি লপ। আমস্টারডাম বিমানবন্দর থেকে এশিয়ার মাদক সম্রাটকে গ্রেফতার করার পরে নেদারল্যান্ডস পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে সে চি লপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। অস্ট্রেলিয়ার অনুরোধে তার বিরুদ্ধে নোটিশ জারি করেছিল ইন্টারপোল। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ৫৬ বছর বয়সী চিনা বংশোদ্ভুত সে চি লপ গত কয়েক বছর ধরেই এশিয়াজুড়ে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত এক দশকে তার মাদক ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। ধুরন্ধর ব্যবসায়ী চি লপকে কুখ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী ‘এল চাপো’ গুজমানের সঙ্গেও তুলনা করা হয়। তার সংস্থা ‘দ্য কোম্পানি’ পুরো এশিয়ায় সাত হাজার কোটি ডলারের অবৈধ মাদকের বাজার পরিচালনা করে তারা। গত ১০ বছর ধরেই সে চি লপের গতিবিধির ওপর নজর রাখছিল অস্ট্রেলিয়ার পুলিশ। ওশেনিয়া মহাদেশটির পুলিশ আধিকারিকদের ধারনা, স্যাম গোর সিন্ডিকেট নামে পরিচিত ‘দ্য কোম্পানি’ পুরো এশিয়ার মাদক ব্যবসার প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে।
২০১৯ সালে রয়টার্সের এক প্রতিবেদনে এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল এক হাজার ৭০০ কোটি ডলার। নব্বইয়ের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়ে ৯ বছর জেলে কাটিয়েছিলেন সে চি লপ। আমস্টারডাম বিমানবন্দর থেকে এশিয়ার মাদক সম্রাটকে গ্রেফতার করার পরে নেদারল্যান্ডস পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে সে চি লপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। অস্ট্রেলিয়ার অনুরোধে তার বিরুদ্ধে নোটিশ জারি করেছিল ইন্টারপোল। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে
More News:
6th March 2021
6th March 2021
6th March 2021
5th March 2021
5th March 2021
4th March 2021
4th March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
Leave A Comment