বাংলাদেশে ইতিহাস গড়ে করোনায় একদিনে আক্রান্ত ৭,০৮৭ জন
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে আগামিকাল সোমবার থেকেই দেশজুড়ে সাতদিনের লকডাউন শুরু হচ্ছে। আর তার আগের দিন দেশের করোনা সংক্রমণ অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল। গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্তের শনাক্ত হওয়ার পর এই প্রথম দৈনিক সংক্রমণ সাত হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘন্টায় একদিনেই আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৭ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৫৩ জন।
রবিবার বিকালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও প্রাণ হারিয়েছেন ৫৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ৯ হাজার ২৬৬ জন। একই সময়ে করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭০৭ জন। যার ফলে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৫২ হাজার ৪৮২ জন।’
অন্যদিকে, আগামিকাল সোমবার থেকে লকডাউনে দেশের গণপরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার পরেই বাস টার্মিনাস ও ট্রেন স্টেশনগুলিতে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। ব্যাঙ্কগুলিতেও টাকা তোলার জন্য গ্রাহকদের হুড়োহুড়ি দেখা গিয়েছে। যদিও উদ্বিগ্ন গ্রাহকদের আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সাতদিন ব্যাঙ্ক খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। যদিও সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবে। অর্থাৎ টাকা তোলা ও জমা দেওয়া যাবে মাত্র আড়াই ঘন্টা।
রবিবার বিকালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও প্রাণ হারিয়েছেন ৫৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ৯ হাজার ২৬৬ জন। একই সময়ে করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭০৭ জন। যার ফলে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৫২ হাজার ৪৮২ জন।’
অন্যদিকে, আগামিকাল সোমবার থেকে লকডাউনে দেশের গণপরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার পরেই বাস টার্মিনাস ও ট্রেন স্টেশনগুলিতে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। ব্যাঙ্কগুলিতেও টাকা তোলার জন্য গ্রাহকদের হুড়োহুড়ি দেখা গিয়েছে। যদিও উদ্বিগ্ন গ্রাহকদের আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সাতদিন ব্যাঙ্ক খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। যদিও সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবে। অর্থাৎ টাকা তোলা ও জমা দেওয়া যাবে মাত্র আড়াই ঘন্টা।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ শ্রমিকের
16th April 2021
16th April 2021
17th April 2021
16th April 2021
ব্রিটেনে এবার হানা ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের স্ট্রেনের
Leave A Comment