নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আর তাই গোটা বাংলাদেশেই আজ উৎসবের আমেজ। দেশজুড়ে একাধিক উৎসব, অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধুমধাম করে পাতিল হচ্ছে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন। একাধিক কর্মসূচীর মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল করোনার টিকাকরণ। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এদিন দেশজুড়ে ৭৫ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দেশের ৪৬০০ ইউনিয়ন, ১০৫৪টি পুরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মঙ্গলবার ৯ টা সকাল থেকে দেশজুড়ে এই কর্মসূচী শুরু হয়েছে। এদিন ৭৫ লক্ষ মানুষকে শুধুমাত্র করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এক্ষেত্রে যাদের বয়স ২৫ কিংবা তার উর্দ্ধে তাঁদেরই টিকা দেওয়া হবে। যারা এদিন করোনার প্রথম ডোজ নেবেন তাঁদের আবার আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই করোনা টিকা নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন তাঁদের মধ্যে প্রথম ৭৫ লক্ষ মানুষকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এক্ষেত্রে যারা এদিন টিকা নিচ্ছেন তাঁদের প্রত্যেককেই আগে থেকে সরকারের পক্ষ একটি এসএমএস পাঠিয়ে জানানো হয়েছিল। সেই সঙ্গে এও জানানো হয় যে টিকা নেওয়ার সময়ে তাঁরা যেন অবশ্যই সরকারি পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে আনেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১.৫ কোটি ভারতীয়কে একদিনে টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। এর আগে এই রেকর্ড ছিল চিনের অধিকারে। চিন একদিনে ১.২ কোটি মানুষকে করোনার টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল। কিন্তু ১৭ সেপ্টেম্বর চিনের সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছে ভারত। এবার ভারতের দেখানো সেই রাস্তাতেই দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হল বাংলাদেশেই।