করোনার বেলাগাম সংক্রমণ, সব ভোট স্থগিতের সিদ্ধান্ত কমিশনের
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণে দেশজুড়ে সব নির্বাচন স্থগিত রাখার কথা ঘোষণা করল বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩৭১ ইউনিয়ন পরিষদ, ১১ পুরসভা ও লক্ষ্মীপুর-২ সংসদ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশনের শীর্ষ কর্তা ও আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে যাবতীয় ভোট স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শেষ মুহূর্তে সব নির্বাচন স্থগিত করে দেওয়ায় কার্যত হতাশ হয়ে পড়েছেন বিভিন্ন দলের ভোট প্রার্থীরা। প্রায় মাসখানেক ধরে নাওয়া-খাওয়া ভুলে প্রচার চালিয়েছিলেন তাঁরা। ভোট স্থগিত হয়ে যাওয়ায় কার্যত সব পরিশ্রমই জলে গেল। কবে ফের ভোট হবে তা এখনও নিশ্চিত নয়।
দেশের ১১টি পুরসভা, ৩৭১টি ইউনিয়ন পরিষদের পাশাপাশি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত ৩ মার্চ ভোট নির্ঘন্ট ঘোষণা করা হয়।
কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে দেশজুড়ে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছিল তাতে নির্ধারিত সময়ে ভোট হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনায় এদিন বৈঠকে বসেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তা ও আধিকারিকরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন রাখা হবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তাই সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুতই নির্দেশিকা জারি হবে। তবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’
শেষ মুহূর্তে সব নির্বাচন স্থগিত করে দেওয়ায় কার্যত হতাশ হয়ে পড়েছেন বিভিন্ন দলের ভোট প্রার্থীরা। প্রায় মাসখানেক ধরে নাওয়া-খাওয়া ভুলে প্রচার চালিয়েছিলেন তাঁরা। ভোট স্থগিত হয়ে যাওয়ায় কার্যত সব পরিশ্রমই জলে গেল। কবে ফের ভোট হবে তা এখনও নিশ্চিত নয়।
দেশের ১১টি পুরসভা, ৩৭১টি ইউনিয়ন পরিষদের পাশাপাশি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত ৩ মার্চ ভোট নির্ঘন্ট ঘোষণা করা হয়।
কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে দেশজুড়ে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছিল তাতে নির্ধারিত সময়ে ভোট হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনায় এদিন বৈঠকে বসেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তা ও আধিকারিকরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন রাখা হবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তাই সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুতই নির্দেশিকা জারি হবে। তবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ শ্রমিকের
16th April 2021
16th April 2021
17th April 2021
16th April 2021
ব্রিটেনে এবার হানা ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের স্ট্রেনের
Leave A Comment