-273ºc,
Friday, 2nd June, 2023 3:44 am
নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মৌখিক প্রতিবাদে টনক নড়েনি ব্রিটেন সরকারের। কিন্তু বুধবার দিল্লিতে ব্রিটিশ দূতাবাসের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসল ব্রিটিশ প্রশাসন। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে তড়িঘড়ি বসানো হলো নিরাপত্তা ব্যারিকেড। এমনকী বাড়তি পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে। এদিন সকালেই ভারতীয় দূতাবাস ঘিরে লন্ডন পুলিশের তৎপরতা চোখে পড়ে।
‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান তথা খলিস্তান নেতা অমৃতপাল সিংয়ের গ্রেফতারির চেষ্টার প্রতিবাদে গত রবিবার লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছিল কয়েকশো খলিস্তানি সমর্থক। দূতাবাসে ঢুকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে খলিস্তানের পতাকাও টাঙিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণেই খলিস্তানি সমর্থকরা ভারতীয় দূতাবাসে হামলা চালাতে সফল হয়েছিলেন বলে অভিযোগ ভারতীয় বিদেশ মন্ত্রকের।
রবিবারের হামলার পরে লন্ডনে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্রিটেনের বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি ব্রিটেন সরকার। আর তাতে ক্ষুব্ধ হয়ে এদিন সকালেই দিল্লিতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নিয়েছিল দিল্লি পুলিশ। আর সেই ব্যারিকেড সরিয়ে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যারিকেড বসানোর পাশাপাশি বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করেছে লন্ডন পুলিশ।