আন্তর্জাতিক ডেক্সঃ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ ৬ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রেসিডেন্ট শি চিনফিং। বুধবার সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসেছিলেন দুই দেশের রাষ্ট্রনেতারা। বৈঠক শেষে ক্যালিফোর্নিয়া থেকে বাইডেন বলেন,’ তিনি আশা করেন চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। আর এ বিষয়ে তিনি শি’কে বলেছেন।‘ পাশাপাশি তাইওয়ানের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক রয়েছে তা পরিবর্তনের ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের।
এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাত নিয়েও চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। অন্যদিকে বৈঠকের পর মার্কিন-চীন সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ বলে অভিহিত করেছেন শি জিনপিং। তিনি বলেন,’দুদেশের জনগণ ও বিশ্ববাসীর দায়িত্ব ভার তাদের কাঁধে। তাই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় দেশের একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর ঠিক হবে না। যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক আগামীতে ‘দায়িত্ববোধের’ সঙ্গে পরিচালিত হবে।‘
যদিও সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা কমানোর লক্ষ্যে উভয় দেশ নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ে একের পর এক বৈঠক করে গেছে। তবে ছয় বছর পর এই প্রথমবার চিন- যুক্তরাষ্ট্রের দুই দেশের রাষ্ট্রনেতারা মুখোমুখি বৈঠকে বসেন । মনে করা হচ্ছে, এই বৈঠকের পর একটু হলেও কমবে চিন এবং যুক্তরাষ্ট্রের সংঘাত।