একসঙ্গে ইস্তফা ব্রাজিলের সামরিক বাহিনীর তিন প্রধানের
Share Link:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে এবার বেনজিরভাবেই একসঙ্গে নিজেদের পদ থেকে সরে দাঁড়ালেন ব্রাজিলের সামরিক বাহিনীর তিন প্রধান। মঙ্গলবার লাতিন আমেরিকার দেশটির স্থল, নৌ ও বায়ুসেনা প্রধান ইস্তফা দিয়েছেন। তাঁদের আচমকা সরে দাঁড়ানোয় কার্যত অভিভাবকহীন হয়ে পড়ল সামরিক বাহিনী। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে সামরিক বাহিনীর তিন প্রধানের সরে দাঁড়ানোর ঘটনা ঘটল। যদিও সামরিক বাহিনীর তিন প্রধানের একসঙ্গে সরে দাঁড়ানোকে গুরুত্ব দিতে রাজি হননি ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। তাঁর কথায়, ‘তিন প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের কথা আগেভাগে জানতে পেরে ইস্তফা দিয়েছেন তিনজন।’
চিনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের যে কয়টি দেশ বিপর্যস্ত তার মধ্যে অন্যতম হল ব্রাজিল। প্রথম থেকেই করোনা সঙ্কট মোকাবিলাকে খুব একটা গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এমনকী গোটা বিশ্ব যখন মারণ ভাইরাসকে মোকাবিলায় লকডাউনের পথে হেঁটেছে তখনও গড়িমসি করছিলেন তিনি। আর প্রেসিডেন্টের তুঘলকি আচরণের মূল্য চোকাতে হচ্ছে সাম্বার দেশের আমজনতাকে।
লকডাউন ও বিধি নিষেধ আরোপের ক্ষেত্রে নিজের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গেও একাধিকবার বিবাদে জড়িয়ে পড়েছেন বোলসোনারো। পরিণতিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে চার-চার জন স্বাস্থ্যমন্ত্রী সরে দাঁড়িয়েছেন। করোনা মোকাবিলায় ব্যর্থতার দায় কাঁধে চাপিয়ে সোমবার আচমকাই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ফার্নান্ডো আজেভেদোকে সরিয়ে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। আর তার পরেই প্রতিবাদে ইস্তফা দেন দেশের স্থল সেনা প্রধান এডসন পুজোল, নৌ সেনা প্রধান ইলকুয়েস বারবোসা ও বায়ুসেনা প্রধান অ্যান্তোনিও কার্লোস বারমুডেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘করোনা মোকাবিলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সামরিক বাহিনীর মধ্যে যে ঠাণ্ডা লড়াই চলছে, তিন প্রধানের সরে দাঁড়ানোয় তা আরও বাড়তে পারে।’
চিনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের যে কয়টি দেশ বিপর্যস্ত তার মধ্যে অন্যতম হল ব্রাজিল। প্রথম থেকেই করোনা সঙ্কট মোকাবিলাকে খুব একটা গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এমনকী গোটা বিশ্ব যখন মারণ ভাইরাসকে মোকাবিলায় লকডাউনের পথে হেঁটেছে তখনও গড়িমসি করছিলেন তিনি। আর প্রেসিডেন্টের তুঘলকি আচরণের মূল্য চোকাতে হচ্ছে সাম্বার দেশের আমজনতাকে।
লকডাউন ও বিধি নিষেধ আরোপের ক্ষেত্রে নিজের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গেও একাধিকবার বিবাদে জড়িয়ে পড়েছেন বোলসোনারো। পরিণতিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে চার-চার জন স্বাস্থ্যমন্ত্রী সরে দাঁড়িয়েছেন। করোনা মোকাবিলায় ব্যর্থতার দায় কাঁধে চাপিয়ে সোমবার আচমকাই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ফার্নান্ডো আজেভেদোকে সরিয়ে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। আর তার পরেই প্রতিবাদে ইস্তফা দেন দেশের স্থল সেনা প্রধান এডসন পুজোল, নৌ সেনা প্রধান ইলকুয়েস বারবোসা ও বায়ুসেনা প্রধান অ্যান্তোনিও কার্লোস বারমুডেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘করোনা মোকাবিলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সামরিক বাহিনীর মধ্যে যে ঠাণ্ডা লড়াই চলছে, তিন প্রধানের সরে দাঁড়ানোয় তা আরও বাড়তে পারে।’
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ শ্রমিকের
16th April 2021
16th April 2021
17th April 2021
16th April 2021
ব্রিটেনে এবার হানা ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের স্ট্রেনের
Leave A Comment