আন্তর্জাতিক ডেক্সঃ ফের বিদেশের মাটিতে স্ত্রীকে ছুরির আঘাতে করে খুন করল তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে তুরস্কে। জানা গেছে তুরস্কের ফাতিহ মেভলানাকাপ জেলার একটি হোটেলে ২৬ বছর বয়সী একটি নারীকে রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হোটেলের কর্মীরা জানিয়েছেন, এই হোটেলে ওই দুই দম্পতি ছিলেন। স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে ওই দম্পতির ঘর থেকে বিরক্তিকর শব্দ শুনতে পান । তার কিছু সময়ের পর হোটেল কর্মীরা ২৬ বছর বয়সী স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মেডিকেল স্টাফ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে মৃত ঘোষণা করে।
পাশাপাশি পরীক্ষকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তার গলায় এবং সারা শরীরে ক্ষত রয়েছে। তাকে স্ক্রু ড্রাইভার দিয়ে এবং ৪১ বার ছুরির আঘাত করে খুন করেছে তাঁর স্বামী। এই ঘটনার পরেই তুর্কি পুলিশ তদন্ত শুরু করে ২৮ বছর বয়সী স্বামীকে গ্রেপ্তার করে। সেই সময় রক্তাক্ত টি-শার্ট পরে হোটেল থেকে পালানোর চেষ্টা করছিলেন তাঁর স্বামী। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নৃশংস হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং অস্ত্রটি ঠিক কোথায় ফেলেছিলেন তাও তাদের জানান ।
তিনি গোয়েন্দাদের বলেছিলেন যে তিনি হত্যার অস্ত্রটি একটি টয়লেটে ফেলে দিয়েছিলেন যা পরে অনুসন্ধানের সময় পাওয়া যায়। বর্তমানে তাকে হত্যার অভিযোগে কারাগারে রাখা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আরও জানান হামলার দিন তার স্ত্রী তাকে মাদক দিয়েছিল, যার ফলে তর্ক হয়েছিল। তবে ওই হোটেলকক্ষে কোন মাদকের সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, এই ব্রিটিশ দম্পতি ১১ নভেম্বর ইংল্যান্ড থেকে ইস্তাম্বুল ভ্রমণ করেন এবং ১৪ নভেম্বর তুরস্কের ফাতিহ মেভলানাকাপ জেলার একটি হোটেলে যান থাকার জন্য। সেখানেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনার নিয়ে তদন্ত শুরু করেছে তুরস্কের পুলিশ।