এই মুহূর্তে




দুর্নীতির দায়ে বরখাস্ত চিনের নৌসেনা প্রধান ও পরমাণু বিজ্ঞানী




আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে বড়সড় শাস্তির মুখে পড়লেন চিনের নৌসেনা প্রধান ও এক পরমাণু বিজ্ঞানী। দুজনকেই দেশটির জাতীয় আইনসভা (ন্যাশনাল পিপলস কংগ্রেস) থেকে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনীর তরফে জাতীয় আইনসভায় প্রতিনিধিত্বকারী লি হানজুনকে তার পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যদিও বিবৃতিতে দুর্নীতির বিষয়টি বলা হয়নি।

চিনের সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এর প্রতিবেদন অনুসারে, ‘গত কয়েক মাস ধরেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে শি জিনপিংয়ের সরকার। যা আসলে ‘শুদ্ধিকরণ অভিযান’। ইতিমধ্যেই সেনাবাহিনীর একাধিক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পদ থেকে তাদের হটিয়ে দেওয়া হয়েছে। ওই তালিকায় সর্বশেষ সংযোজন নৌসেনা প্রধান লি হানজুন ও পরমাণু বিজ্ঞানী তথা রাষ্ট্রায়ত্ত চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার লিউ শিপেং। দুজনকে জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) থেকে বহিষ্কার করা হয়েছে।পাশাপাশি গানসুর পিপলস কংগ্রেস এনপিসি’র ডেপুটির পদ থেকে লিউ শিপেংকেও বরখাস্ত করেছে।’

জাতীয় আইনসভা থেকে বহিষ্কৃত হওয়ার পরে  লি এবং লিউ আরও বড় ধরনের শাস্তির মুখে পড়তে চলেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তাঁদের বিরুদ্ধে কী ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।’ কমিউনিস্ট শাসিত চিনে গত কয়েক বছর ধরেই শীর্ষ মহলের একাধিক আধিকারিককে দুর্নীতির দায়ে বহিষ্কার করার পাশাপাশি নানা শাস্তিও দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০, নিখোঁজ বহু

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে যুক্ত হলে আরও ১০ শতাংশ কর! ঘোষণা ট্রাম্পের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ