এই মুহূর্তে

শপথ অনুষ্ঠানে চিনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধিঃ শত্রুতা শেষ, তবে কি এবার ডোনাল্ড ট্রাম্প আর শি চিনফিং বন্ধু! আগামী ২০ জানুয়ারি মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে চীনা প্রেসিডেন্ট শি চিনফিং-কে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, নির্বাচনের পরপর অর্থাৎ নভেম্বরের শুরুতেই নাকি ট্রাম্প, শি চিনফিং-কে তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রন জানিয়েছিলেন। অর্থাৎ ট্রাম্প আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের জয়ের ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। তবে ট্রাম্পের আমন্ত্রণে শি চিনফিং সাড়া দিয়েছেন কিনা জানা যায়নি। ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি

এদিকে গত মাসে ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চিন সরকার যতদিন না সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে, ততদিন চিনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে। চিনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এই প্রতিশ্রুতি পালন করেননি, যার ফলে এই মাদকে আমাদের দেশ ভরে গিয়েছে।’ এর আগে ট্রাম্প নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন, চিনা পণ্য আমদানিতে তিনি ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এদিকে চিনা অ্যাপ TikTok-এর বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন হুঙ্কারের পরে, নিজের শপথ অনুষ্ঠানেই চিনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর বিষয়টি রাজনৈতিক মহলকে রীতিমতো হতবাক করেছে।

আগামী জানুয়ারিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা যোগ দেবেন বলে সূত্রের খবর। ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সুন্দর সম্পর্ক, যিনি গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে মার-এ-লাগোতে দেখা করেছিলেন। তবে তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা জানা যায়নি। ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরেই বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধার করবেন। উল্লেখ্য, ট্রাম্পের ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন হতে চলেছে। ২০২৪ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ২৯৫ ইলেক্টোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিসকে হারিয়েছেন ট্রাম্প।যিনি ২২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন হতে চলেছে। যা মার্কিন ইতিহাসে দ্বিতীয়বার। এর আগে গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। আর ট্রাম্প এর আগে ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নারীদের মানুষ হিসাবে গণ্য করে না আফগান তালিবানরা, দাবি মালালার

শিকার ধরতে দারুণ ফন্দি কুমিরের, নদীতে পা তুলে ডুবে যাওয়ার নাটক, ভাইরাল ভিডিও

HMPV-এর পরে নয়া আতঙ্ক ‘র‍্যাবিট ফিভার’ হু হু করে বাড়ছে সংক্রমণ

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ১০ জনকে শনাক্ত করা যায়নি

কানাডার প্রধানমন্ত্রীর দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় বংশোদ্ভুত অনীতা আনন্দ

বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, আতঙ্কে দিন কাটছে প্রীতি জিন্টা ও তাঁর পরিবারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর