এই মুহূর্তে




‘ইরানে হামলা করতে পারি, আবার নাও করতে পারি’, ধোয়াঁশা রেখে দিলেন ট্রাম্প




নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প আছেন ডোনাল্ড ট্রাম্পেই। পাগলাটে হিসাবে খ্যাত মার্কিন প্রেসিডেন্ট বুধবার (১৮ জুন) ফের একবার তাঁর পাগলামোর প্রমাণ রেখেছেন। ইজরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা, তা নিয়ে ঝেড়ে কাশেননি। বরম ধোঁয়াশা রেখে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের বলেছেন, ‘ইজরায়েলের সঙ্গে জোট বেঁধে মার্কিন সেনা ইরানে হামলা চালাবে কিনা, তা আমি বলতে পারি না।’ পরে আবার তিনি বলেন, ‘আমি করতেও পারি, না-ও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই’।

মার্কিন প্রেসিডেন্টের সবুজ সঙ্কেত পেয়ে গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরানে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। গত ছয়দিন ধরে হামলায় ছয় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে যেমন রয়েছেন সেনাপ্রধান, তেমনই রয়েছেন দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী। নিরীহ মানুষও রেহাই পাননি। ইজরায়েলেও পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরান। ওই হামলায় তেল আভিভ সহ ইজরায়েলের একাধিক শহর ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। গতকাল মঙ্গলবারই (১৭ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনিকে নিঃশর্ত আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এমনকি ইরানকে তছনছ করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ৩০টির বেশি যুদ্ধবিমানও পাঠিয়েছে মার্কিন সেনাবাহিনী। ফলে জল্পনা চলছিল, ইজরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে হামলা চালিয়ে দেশটির পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে চলেছে মার্কিন সেনারা।

এদিন হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরান নিয়ে নিজের আস্তিনে লুকিয়ে রাখা গোপন তাস প্রকাশ্যে আনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে হামলা নিয়ে যেমন ধোঁয়াশা রেখে দিয়েছেন, তেমনই তেহরানের সঙ্গে আর যে আলোচনায় বসতে খুব একটা আগ্রহী নন তাও স্পষ্ট করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি ‘ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু আর অবশিষ্ট নেই। সব ধ্বংস করে দেওয়া হয়েছে।’ এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। তবে এটা কঠিন। আমি নিশ্চিত নই যে সঙ্ঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গিয়েছে।’

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোল্ডম্যান স্যাকসে-তে পরামর্শদাতা হিসাবে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ