নিজস্ব প্রতিনিধি: ইকুয়েডরের কারাগারে কয়েকটি অপরাধী গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লেগে যাওয়ায় মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪২ জন কয়েদি। ঘটনাটি ঘটেছে ইকুয়েডরের গুআইয়াকিলের একটি কারাগারে। ইকুয়েডরের এক স্থানীয় সংবাদ সংস্থার দাবি, ওই কারাগারের মধ্যে থাকা কয়েদি গোষ্ঠীরা আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় এবং প্রাণ হারায় ২৪ জন।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইকুয়েডরের ওই কারাগারে চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হল। গত মাসেই ওই কারাগারে কোন অপরাধী গোষ্ঠী বাকিদের নিয়ন্ত্রণ করবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব ক্রমে দাঙ্গার রূপ নেয়। পুলিশ সূত্রে খবর, বাকি কয়েদিদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই কারাগার থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কারাগারটিতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউসতো বুয়ানানো এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, সম্প্রতি লস লোবাস এবং লস কোনেরাস নামের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎই সংঘর্ষ বেধে যায়। এই দুই গোষ্ঠীর সদস্যরা একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ফাটানো হয়। এতেই মৃত্যু হয়েছে ২৪ জনের।
উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ইকুয়েডরের অপর একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়। জুলাই মাসে আরও একটি করাগারে একই ঘটনা ঘটে এবং তাটে মৃত্যু হয় ২২ জনের। আর এবার কারাগারের এই দাঙ্গার ঘটনায় প্রাণ হারাল ২৪ জন।