সোশ্যাল মিডিয়ায় অগ্নিকাণ্ডের ভাইরাল ভিডিয়ো কি ভুয়ো?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল হরিদ্বারের মনসা দেবী মন্দিরের জ্বলন্ত রোপওয়ের ভিডিয়ো। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল দাউদাউ করে জ্বলতে থাকা রোপওয়ের কেবল কারের দৃশ্য। এই রোপওয়ের মাধ্যমেই তীর্থযাত্রীরা ওই মন্দিরে পৌঁছতেন। যদিও এই ভিডিয়োর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে এই অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছেন কয়েকজন তীর্থযাত্রী। এছাড়াও তিনটি কেবল কারের মধ্যে একটিতে আগুন লাগে, যা কিছু দূর গিয়ে রোপওয়ে পোলে আটকায়। সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলে। এই ভিডিয়োর বিভিন্ন সংস্করণ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে কোনও ভিডিয়োতে শব্দ পাওয়া যাচ্ছে না, আবার কোনও ভিডিয়োতে চমত্কার বিভিন্ন বাজনার শব্দ শোনা যাচ্ছে।
এই ভিডিয়োটি 'খরার লাইভ' নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে ওড়ে। যা ইতিমধ্যেই প্রায় ৭,০০০বার ভিউজ হয়েছে। সঙ্গে ২,৮০০-এরও বেশি শেয়ার হয়েছে। বিভিন্ন মানুষের ব্যাক্তিগত পেজ থেকেও এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এছাড়াও ইউটিউবের মতো প্ল্যাটফর্মেও রয়েছে ভিডিয়োটি ।
'সোশ্যাল মিডিয়া হোয়াক্স স্লেয়ার' নামক ইন্টারনেট তদন্তকারী সংস্থা এই ঘটনার তদন্ত করে। তদন্তের পর তারা এই ঘটনাকে ভুয়ো নলে দাবি করে। তারা জানায়, এটি প্যালেস্তাইনের খুব পুরোনো এক ঘটনা। এই পরিপ্রেক্ষিতে তারা কিছু তথ্যেরও সন্ধান দেয়।
তাদের দাবি, ২০১৫ সালের ৯ মার্চ এই ঘটনাটি ঘটেছিল প্যালেস্তাইনে। ব্রিটেনের ডিজিটাল মিডিয়া 'মেট্রো' এই ঘটনাটির উপরে খবরও করে। যাতে বলা হয়, একটি অনুষ্ঠানে আবু-শারিক ওই কেবিল কার দেখতে এসে বিনা অনুমতিতে আতসবাজি ব্যবহার করলে তা থেকে কেবল কারে আগুন ছড়িয়ে পড়ে।
More News:
ভারতের পরিস্থিতি ভাল না, পর্যটকদের সতর্ক করল ফ্রান্স-ব্রিটেন
ভারত সফরের আগে উদ্বেগ মার্কিনের, নাগরিকত্ব আইন ‘বৈষম্যমূলক’
অগ্নিগর্ভ ভারতের একাংশ, নাগরিকদের সতর্ক করল ব্রিটেন-আমেরিকা
৩১ ডিসেম্বরের রাতে রাস্তায় গান-বাজনা নিষেধ: স্বরাষ্ট্রমন্ত্রী
Leave A Comment