26ºc, Mist
Monday, 27th March, 2023 8:42 am
আন্তর্জাতিক ডেস্ক: মন্দিরে হামলার পর এবার প্রবাসী ভারতীয়েদর ওপর হামলা চালাল খলিস্তানপন্থীরা। হামলায় পাঁচজন জখম। পাঁচজনের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই খলিস্তানীকে গ্রেফতার করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হামলার ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, খলিস্তানপন্থীদের হাতে ছিল সংগঠনের পতাকা। অন্যদিকে, ভারতীয়দের হাতে ছিল তেরঙ্গা। ভারতীয়রা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে যাচ্ছিল। মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারের কাছে ভারতীয়দের মিছিল পৌঁছলে আচমকাই কয়েকজন খলিস্তানী সমর্থক ভারতীয়দের ওপর লাঠি নিয়ে চড়াও হয়। মিছিলে থাকা মহিলাদেরও তারা রেয়াত করেনি। মারের হাত থেকে বাঁচতে তারা রুদ্ধশ্বাসে দৌড় দেয়।
কড়া ভাষায় হামলার নিন্দা করেছে অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, হামলা হয়েছে বিনা প্ররোচনায়। শান্ত একটি মিছিলে খলিস্তান-পন্থীরা হামলা চালিয়েছে। হামলায় পাঁচজন জখম হয়েছেন। পাঁচজনের মধ্যে একজনের আঘাত গুরুতর। সে ভর্তি হাসপাতালে। দূতাবাস তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে। পাশাপাশি, হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে অস্ট্রেলিয়া পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। এই অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে হিন্দু মন্দির লক্ষ্য করে খলিস্তানিরা হামলা চালায়। হামলা হয়েছে ইসকন মন্দিরে। নষ্ট করে দেওয়া হয় বিগ্রহ। হামলা এর আগেও হয়েছে। অস্ট্রেলিয়া সরকার থেকে দেওয়া হয় নিরাপত্তার আশ্বাস। যদিও সেই আশ্বাসের পরেও অব্যাহত হামলা।