শীতলক্ষ্যায় ভয়াবহ লঞ্চডুবি, ৫ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ২৩
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রবিবার সন্ধ্যায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় রাত পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। পাশাপাশি জীবিত অবস্থায় আরও ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে নদীর পাড়ে পৌঁছতে পারলেও এখনও ২৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময়েই অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এম এল রাবিত আল হাসান নামের লঞ্চটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় ১৫ মিনিট পর লঞ্চটি বন্দর থানার মদনগঞ্জে নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতু-৩ এর নিকট পৌঁছলে পিছন থেকে একটি বালিবোঝাই জাহাজ লঞ্চটিকে ধাক্কা মারে। ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। ঝড়ের সময়ে ঘটনা ঘটায় বালিবোঝাই জাহাজটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বন্দর দমকল সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছয়। খবর পেয়ে ছুটে আসে নৌ পুলিশের উদ্ধারকারীরাও। কিন্তু প্রতিকুল আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে প্রথমে ব্যাঘাত ঘটে। ঝোড়ো বাতাস ও বৃষ্টি কমার পরে জোর কদমে উদ্ধারকার্য শুরু হয়। উদ্ধারকার্য শুরুর আগেই ডুবে যাওয়া লঞ্চের বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পাঁচ জনই মহিলা। যদিও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন লঞ্চে থাকা যাত্রীদের পরিজনরা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) রফিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এক তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময়েই অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এম এল রাবিত আল হাসান নামের লঞ্চটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় ১৫ মিনিট পর লঞ্চটি বন্দর থানার মদনগঞ্জে নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতু-৩ এর নিকট পৌঁছলে পিছন থেকে একটি বালিবোঝাই জাহাজ লঞ্চটিকে ধাক্কা মারে। ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। ঝড়ের সময়ে ঘটনা ঘটায় বালিবোঝাই জাহাজটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বন্দর দমকল সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছয়। খবর পেয়ে ছুটে আসে নৌ পুলিশের উদ্ধারকারীরাও। কিন্তু প্রতিকুল আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে প্রথমে ব্যাঘাত ঘটে। ঝোড়ো বাতাস ও বৃষ্টি কমার পরে জোর কদমে উদ্ধারকার্য শুরু হয়। উদ্ধারকার্য শুরুর আগেই ডুবে যাওয়া লঞ্চের বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পাঁচ জনই মহিলা। যদিও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন লঞ্চে থাকা যাত্রীদের পরিজনরা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) রফিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এক তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ শ্রমিকের
16th April 2021
16th April 2021
17th April 2021
16th April 2021
ব্রিটেনে এবার হানা ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের স্ট্রেনের
Leave A Comment