এই মুহূর্তে




ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের দলে ভাঙন, নয়া মঞ্চ বিক্ষুব্ধদের




আন্তর্জাতিক ডেস্ক: ভীষণ অস্থিরতা সৃষ্টি হয়েছে ব্রিটেনের রাজনীতিতে। এখানে ক্ষমতায় রয়েছেন লেবার পার্টি। তাদের মধ্যেই দেখা দিয়েছে সমস্যা। প্রাক্তন নেতা জেরেমি করবিন ও সদ্য পদত্যাগী লেবার পার্টির সাংসদ জারা সুলতানা এক দুঃসাহসিক কাজ করে ফেলেছেন। তাঁরা দুজনে একসঙ্গে নতুন বামপন্থী রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) লেবার পার্টি ত্যাগের পরপরই এই ঘোষণা করেন জারা সুলতানা। তাতে সঙ্গ দেন জেরেমি করবিন।

সুলতানা এদিন জানিয়েছেন, করবিনের সঙ্গে যৌথভাবে তিনিও নতুন দলের নেতৃত্ব দেবেন। ব্বামপন্থী দল গঠনের সিদ্ধান্ত ও ঘোষণা হলেও দলের নাম এখনও স্থির হয়নি। যেটুকু জানা গিয়ে তার ভিত্তিতে বলা যায় এতে স্বাধীন এমপি, রাজনৈতিক কর্মী ও সমাজতান্ত্রিক অ্যাকটিভিস্টরা যুক্ত হবেন।

লেবার পার্টি থেকে বছর পাঁচেক আগে বহিষ্কৃত হয়েছিলেন করবিন। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময়েই তাঁর বহিষ্করণ। এবার করবিন-ঘনিষ্ঠ সুলতানার দল ছাড়াও ব্রিটেনের বাম রাজনীতিতে বিভাজন আরও গভীর হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

নতুন বাম দল ১০ শতাংশ ভোট পেতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে তা লেবার পার্টির জন্য বিশেষ চাপের কারণ হয়ে দাঁড়াবে তা বলা বাহুল্য।

পরবর্তী জাতীয় নির্বাচনকে ‘সমাজতন্ত্র বনাম বর্বরতা’র মধ্যে একটি বেছে নেওয়ার লড়াই হিসেবে চিত্রিত করেছেন সুলতানা। তিনি আরও জানান, তারা সরকারের কল্যাণভাতা হ্রাসের উদ্যোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। এদিন দল ঘোষণার সময় তিনি গাজার পক্ষে থেকে ফিলিস্তিনি গণহত্যার তীব্র নিন্দা করেছেন।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ লেবার নেতৃত্বকে আরও বামমুখী হতে বাধ্য করতে পারে। এই ঘটিনা এমন একটা সময়ে ঘটছে যখন কল্যাণমূলক ভাতা কমানোর প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লেবার পার্টিরই ৪৯ জন সাংসদ। সদ্য একটি বিল এনে কল্যাণমূলক ভাতা অর্থাৎ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বরাদ্দ কমানোর কথা বলা হয়েছিল।

এক্স-এ দেওয়া বার্তায় জারা সুলতানা লেখেন, “জেরেমি ও আমি সারা দেশের স্বতন্ত্র এমপি ও সমাজতান্ত্রিকদের সঙ্গে নতুন দল গঠনের জন্য কাজ করছি। আমাকে একবার লেবার পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছিল, কারণ আমি এমন একটি প্রস্তাবে ভোট দিয়েছিলাম যা দুই সন্তানের জন্য বরাদ্দ সুবিধা পুনর্বহালের পক্ষে ছিল। আমি সেটি আবারও করব। আমরা এমন একটা দেশ চাই, যেখানে মানুষ খরচ সামলাতে পারে, ধনীদের জন্য বিল নয়। আমাদের সম্পদ যুদ্ধে নয়, জনসেবায় খরচ হওয়া উচিত।’

সুলতানার ঘোষণার পর ‘টিম জারা’ নামে একটি লিংক শেয়ার করে নতুন দলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। জেরেমি করবিন এখনও নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে তিনি আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা একটি বিকল্প দৃষ্টিভঙ্গি সামনে আনব, যা শান্তি, দারিদ্র্য নিরসন ও সাম্যের ভিত্তিতে গঠিত হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ