শ্রীলঙ্কা সফরে ইমরানের বিমানকে আকাশসীমা ছেড়ে দিল ভারত
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২ দিনের শ্রীলঙ্কা সফরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের বিমানকে ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি দিল নয়াদিল্লি। উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাঠে নামবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি ইসলামাবাদ। তবে সেই পথে না গিয়ে পাকিস্তানকে সৌজন্যের বার্তাই দিল ভারত।
উল্লেখ্য, ভারতের অনুমতি না দিলে ইমরানকে শ্রীলঙ্কার বিমানে করে সে দেশে যেতে হত। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের আমন্ত্রণে দুদিন সফরের জন্য শ্রীলঙ্কা পারি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী।
অন্যদিকে, করোনার আবহে পাক প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শ্রীলঙ্কায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে পার্লামেন্টে ইমরানের বক্তৃতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কূটনীতিবিদদের মতে, সংসদে পাক প্রধানমন্ত্রীর বক্তৃতায় কাশ্মীর সমস্যার প্রসঙ্গ উঠতে পারে। তার জেরে চোটে ?যেতে পারে ভারত। ফলে তড়িঘড়ি পার্লামেন্টে ইমরানের বক্তৃতা বাতিল করা হয়েছে।
More News:
মাঝ আকাশে ইঞ্জিনে ভয়াবহ আগুন, ২০০ যাত্রীর প্রান বাঁচালেন পাইলট
Leave A Comment