এই মুহূর্তে




মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা, সহযাত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত




আন্তর্জাতিক ডেস্ক: ফিলাডেলফিয়া থেকে মিয়ামিগামী ফ্লাইটে সহযাত্রীর উপর হামলার অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ জুন। সেদিনের হামলার একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিউয়ায়। তাতে দেখা যাচ্ছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউয়ার্কের বাসিন্দা ২১ বছর বয়সী ঈশান শর্মা এবং কিয়ানু ইভান্স হাতাহাতিতে লিপ্ত হয়েছেন।

ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, ঈশান এবং কিয়ানু শরীরের সর্বশক্তি দিয়ে একে অপরকে পিষে ফেলতে চাইছেন। সহযাত্রীরা তাঁদের বারবার থামতে বলছেন, কিন্তু কে শোনে কার কথা! চলন্ত ফ্লাইটে ভয়ঙ্কর অবস্থা তখন।

ইভান্স পুলিশকে জানিয়েছেন যে তাঁকে অকারণে আক্রমণ করা হয়েছিল। বিনা প্ররোচনায় এই হাতাহাতি শুরু করেন ঈশান এমনটাই অভিযোগ। ইভান্সের অভিযোগ, তিনি যখন নিজের আসনে ফিরে যাচ্ছিলেন তখন ঈশান জোরে তাঁর ঘাড় চেপে ধরেন। পাশাপাশি হাসতে হাসতে বলতে থাকেন, “তুমি নোংরা, নশ্বর মানুষ, যদি তুমি আমাকে চ্যালেঞ্জ কর, তাহলে তোমার মৃত্যু হবে।”

তিনি বলেন, এরপর তিনি ওয়াশরুম ব্যবহারের জন্য নিজের আসন ছেড়ে ওঠেন এবং এয়ার ক্রুদের শর্মার বিষয়ে জানান। তাঁরা ইভান্সকে আশ্বাস দেন যে সিটে ফিরে যাওয়ার পরেও যদি এমনটা চলতে থাকে তাহলে তিনি যেন হেল্প পুশ করেন।

ইভান্স জানিয়েছেন এরপর ইশান তাঁকে কার্যত খুনের হুমকি দিতে থাকেন। তখন তিনি ক্রুদের কাছে সহায়তা চেয়ে হেল্প পুশ করেন। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। কিয়ানু ইভান্সের অভিযোগ এরপর ইশান তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

বিমান অবতরণের সময় শর্মাকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে হিংসা চালানোর অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার আদালতে হাজির হওয়ার সময়, শর্মার আইনজীবী দাবি করেছেন যে ঘটনাটি শুরু হয়েছিল কারণ তিনি তখন ধ্যান করছিলেন। সেটি পছন্দ হয়নি কিয়ানু ইভান্সের। অভিযো, তিনি ইশানকে বিরক্ত করার চেষ্টা করেন। গোটা বিষয়টির সত্যি মিথ্যে যা কিছু, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

জানেন কী, কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র এই কৌরব যুদ্ধ করেছিলেন পাণ্ডবদের হয়ে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ