৬২ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান
Share Link:

আন্তর্জাতিক ডেস্ক: ৬২ যাত্রী নিয়ে জাকার্তা থেকে পন্টিয়ানাক যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় একটি বোয়িং ৭৩৭ বিমান মাঝ আকাশে নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড়ানের খানিক বাদেই বিমানটির সঙ্গে বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই বিমানে থাকা আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিমানটি সাগরের ওপর ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বিমানটি সমুদ্রে ভেঙে পড়তে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, এদিন দুপুরে স্থানীয় সময় ২টা বেজে ৪০ মিনিট নাগাদ শ্রীবিজয়া এয়ারলাইনের এসজে ১৮২ নম্বর যাত্রীবাহী বিমানটি জাকার্তার সোকরানো-হাত্তা বিমানবন্দর থেকে পন্টিয়ানাকের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড়ানের ৪ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উড়ানের পরেই বিমানটি ১০ হাজার ৯০০ ফুট উঁচুতে উঠে গিয়েছিল। তার পরেই নিচের দিকে নামতে থাকে। ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এটিসির সঙ্গে যোগাযোগ ছিল। তার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়া বিমানটি ৭৩৭-৫০০ সিরিজের। গত ২৬ বছর ধরে যাত্রী বহণের কাজ করে চলছিল। বিমানটিতে পাইলট-কো পাইলট সহ ৬ ক্রু মেম্বার ও ৫৬ জন সাধারণ যাত্রী ছিলেন।’
ইন্দোনেশিয়ার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মুখপাত্র অদিতা ইরাবতী জানিয়েছেন, ‘শ্রীবিজয়া এয়ারলাইনের বিমানটি জাকার্তা থেকে বর্ণিয়ো দ্বীপপুঞ্জের পন্টিয়ানাকে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। জাকারতা থেকে পন্টিয়ানাক যেতে ৯০ মিনিটের মতো সময় লাগার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত, উড়ানের ৪ মিনিটের মধ্যেই এটিসির সঙ্গে যোযাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বিমানের খোঁজে গন্তব্যপথের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, এদিন দুপুরে স্থানীয় সময় ২টা বেজে ৪০ মিনিট নাগাদ শ্রীবিজয়া এয়ারলাইনের এসজে ১৮২ নম্বর যাত্রীবাহী বিমানটি জাকার্তার সোকরানো-হাত্তা বিমানবন্দর থেকে পন্টিয়ানাকের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড়ানের ৪ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উড়ানের পরেই বিমানটি ১০ হাজার ৯০০ ফুট উঁচুতে উঠে গিয়েছিল। তার পরেই নিচের দিকে নামতে থাকে। ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এটিসির সঙ্গে যোগাযোগ ছিল। তার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়া বিমানটি ৭৩৭-৫০০ সিরিজের। গত ২৬ বছর ধরে যাত্রী বহণের কাজ করে চলছিল। বিমানটিতে পাইলট-কো পাইলট সহ ৬ ক্রু মেম্বার ও ৫৬ জন সাধারণ যাত্রী ছিলেন।’
ইন্দোনেশিয়ার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মুখপাত্র অদিতা ইরাবতী জানিয়েছেন, ‘শ্রীবিজয়া এয়ারলাইনের বিমানটি জাকার্তা থেকে বর্ণিয়ো দ্বীপপুঞ্জের পন্টিয়ানাকে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। জাকারতা থেকে পন্টিয়ানাক যেতে ৯০ মিনিটের মতো সময় লাগার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত, উড়ানের ৪ মিনিটের মধ্যেই এটিসির সঙ্গে যোযাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বিমানের খোঁজে গন্তব্যপথের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।’
More News:
23rd January 2021
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং
23rd January 2021
23rd January 2021
ক্যাপিটালে আক্রান্ত ২০০ ন্যাশনাল গার্ড, ক্ষমাপ্রার্থী বাইডেন
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
22nd January 2021
রাশিয়ার সঙ্গে পারমানবিক অস্ত্র চুক্তির মেয়াদ বৃদ্ধি চান বাইডেন
21st January 2021
21st January 2021
21st January 2021
Leave A Comment