এই মুহূর্তে




ইজরায়েলের সঙ্গে কোনরকম সম্পর্ক রাখলেই মৃত্যুদণ্ড, ইরানে চালু নতুন আইন




নিজস্ব প্রতিনিধি: দখলদার ইজরায়েলের সঙ্গে কোনরকম সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে কার্যকর হল নতুন আইন। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ইজরায়েল ছাড়াও অন্যান্য শত্রুদেশগুলোর সঙ্গেও যোগাযোগ রাখতে পারবে না ইরানের কোনও নাগরিক।সেক্ষেত্রেও কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতু্ন আইন পাস হয়েছে। গত মাসে ইজরায়েলি সেনা বাহিনীর হামলায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ইরান। শুধু ইজরায়েল নয়, ইজরায়েলের সঙ্গে জুটি বেঁধে দেশটিতে হামলা চালিয়েছে আমেরিকাও। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিমানঘাঁটিগুলিকেও।

ইজরায়েলকে ঘায়েল করতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইজরায়েলের সঙ্গে পেরে ওঠেনি ইরান। প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন ধ্বংস করেছে ইরান। তাই এবার নতুন আইন পাস হল ইরানি সংসদে। নতুন আইনে বলা হয়েছে, ইজরায়েল ও আমেরিকার হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইজরায়েল, আমেরিকা এবং অন্যান্য শত্রুদেশের সঙ্গে কোনও সম্পর্ক ‘পৃথিবীতে দুর্নীতি’ ছড়ানোর অপরাধ বলে গণ্য হবে। যার শাস্তি মৃত্যুদণ্ড। ইজরায়েলের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

বলা হয়েছে, যারা ইজরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে, তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও স্টারলিংকসহ অন্যান্য নিষিদ্ধ ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি এবং কাছে রাখলে সেই ব্যক্তির ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড হবে বলা আইনে উল্লেখ করা হয়েছে। রীতিমতো তালিবানি শাসন জারি করা হয়েছে ইরানে। ইজরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কূটনৈতিক সমাধান খুঁজতে গত এপ্রিল থেকেই তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে আসছে। তার মধ্যেই ইরানের পরমাণবিক সংগঠনগুলিকে ধ্বংসের উদ্দেশ্যেই যুদ্ধ চালিয়েছিল ইজরায়েল। ইরান যাতে আর কোনও পারমাণবিক অস্ত্র না বানাতে পারে এটাই ইজরায়েলের মূল লক্ষ্য ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবাহী বাসে ফের হামলা, গুলিতে ঝাঁঝরা তিন কাওয়ালি শিল্পী

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ