এই মুহূর্তে




সাহায্যের প্রলোভন দেখিয়ে ৯ তরুণীকে ডেকে এনে খুন, ‘টুইটার’ খুনিকে ফাঁসিতে ঝোলাল জাপান




আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘টুইটার’ (বর্তমানে ‘এক্স’) ছিল তার শিকার ধরার হাতিয়ার। টুইটারের প্রোফাইলে অসহায়দের সাহায্যের কথা লিখে প্রলোভন দেখিয়ে নিজের কাছে নিয়ে আসত। তার পরে নিজের বাড়িতেই অসহায় তরুণীদের খুন করত। এই ভাবে একে একে ৯ তরুণীকে খুন করেছিল সিরিয়াল কিলার তাকাহিরো শিরাইশি। পুলিশ ও গোটা জাপানে টুইটার ব্যবহার করে শিকার ধরার জন্য ‘টুইটার’ কিলার হিসাবে পরিচিত সিরিয়াল কিলারকে শুক্রবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করল জাপান সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-র প্রতিবেদন আনুসারে, জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘টুইটার’-এ একটি অ্যাকাউন্ট খুলেছিলেন তাকাহিরো শিরাইশি। তার প্রোফাইলে লেখা ছিল, ‘যারা কষ্টে আছেন, আমি তাদের সাহায্য করতে চাই। চাইলে সরাসরি মেসেজ করুন।’ ওই ফাঁদে পড়ে একের পর এক তরুণী তার সঙ্গে যোগাযোগ করতেন। মূলত ১৫ থেকে ২৬ বছর বয়সী কিশোরী ও তরুণীদেরই শিকারের জন্য বেছে নিতেন শিরোইশি। প্রলোভন দেখিয়ে নিজের ফ্ল্যাটে ডেকে এনে তাদের নৃশংসভাবে খুন করতেন। বেশ কয়েক বছর ধরেই ওই ন্যক্কারজনক কাণ্ড চালিয়ে গিয়েছিল শিরোইশি।

শেষ পর্যন্ত ২০১৭ সালে তার জারিজুরি ফাঁস হয়ে যায়। এক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে নেমে চমকে যায় পুলিশ। ওই তরুণীর ফোন ঘেঁটেই শিরোইসির সন্ধান পান তদন্তকারীরা। গ্রেফতার করার পরে আদালতে দাঁড়িয়ে শিরোইসি স্বীকার করে নেয়, ওই তরুণীই নন, আরও আটজনকে একই কায়দায় খুন করেছে। নিজেকে বাঁচাতে কুখ্যাত সিরিয়াল কিলার দাবি করে, ‘যাদের সে সাহায্যের অছিলায় ডেকে এনে খুন করেছে, তারা সবাই ছিল আত্মহত্যাপ্রবণ। নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতেই খুন করেছে।’ যদিও বিচারক ওই যুক্তি খারিজ করে অপরাধকে পূর্বপরিকল্পিত ও পৈশাচিক বলে অভিহিত করে শিরোইশিকে মৃত্যুদণ্ডের সাজা শোনান।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নকে জোর ধাক্কা ট্রাম্পের, চাপালেন ৩০ শতাংশ কর

৭০০ ড্রোন, ১০টি বোমারু বিমান, অসংখ্য ক্ষেপণাস্ত্র, রুশ হামলায় আজই কি মানচিত্র থেকে মুছে যাবে ইউক্রেন?

মিয়ানমারের বৌদ্ধমঠে বিমান হামলায় নিহত বহু

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ