এই মুহূর্তে




ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ লন্ডনের হিথরো বিমানবন্দর




নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শুক্রবার (২১ মার্চ) মধ্যরাত পর্যন্ত লন্ডনের হিথরো বিমানবন্দর বন্ধের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, বিমানবন্দরের ইলেকট্রিকাল সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে। প্রায় ষোলো হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে রয়েছে, পাশাপাশি আতঙ্কে রয়েছেন বিমান যাত্রীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তাঁরা ঘটনাস্থলে ১০টি দমকল ইঞ্জিন এবং ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে। পাশা পাশি তাঁরা বিমানবন্দরের ২০০ মিটার নিরাপত্তা বেষ্টনী কার্যকর করেছে।

লন্ডনের হিলিংডন বরোর হেইস-এ অবস্থিত সাবস্টেশনটিতে বিষাক্ত ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখতে এবং বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে। এদিন এয়ারপোর্টে মাইক্রোফোনে ঘোষণা করা হয়েছে যে, ‘বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় পড়েছে হিথরো এয়ারপোর্ট। যাত্রী এবং বিমানবন্দরে কর্মরতদের সুরক্ষার্থে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, এই সময়ে বিমানবন্দরে আশেপাশে কেউ আসবেন না। উড়ানের পরবর্তী সময় জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, “দমকল কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করছে। তবে এখনও আমাদের কাছে স্পষ্ট খবর আসেনি যে, কখন বিদ্যুৎ নির্ভরযোগ্য ভাবে পুনরুদ্ধার করা যাবে। আমরা দ্রুত পরিস্থিতি সমাধানের চেষ্টা করছি।”

 

একটি প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই নির্ধারিত সময়ে হিথরো এয়ারপোর্টে অবতরণ করার বেশ কয়েকটি উড়ানকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও উল্লেখযোগ্য ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা স্পুটনিক আগুনের কয়েকটি দৃশ্য অনলাইনে শেয়ার করেছে। এতে রাতের আকাশে আগুনের শিখা জ্বলতে দেখা গিয়েছে। এবং বিষাক্ত ধোঁয়ার বিশাল কুণ্ডলী বাতাসে উড়তে দেখা গিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জন্যে স্কটিশ অ্যান্ড সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্ক, মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডের উত্তরে প্রায় চার মিলিয়ন বাড়ি তে বিদ্যুৎ সরবরাহ করছে। পশ্চিম লন্ডনের নর্থ হাইড সাবস্টেশনেও আগুন লেগেছে। উল্লেখ্য, লন্ডনের হিথরো বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলির মধ্যে একটি। প্রায় ৫ কোটি ১০ লক্ষেরও বেশি বিমানে আসন এখানে বুকিং করা হয় প্রতিদিন। গত বছরও হিথরো ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর ছিল। তাই এই ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা বিষয়টিকে লজ্জাজনক হলে দাবি করেছেন। তাঁদের দাবি, বিশ্বের সবথেকে বড় বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের লজ্জাজনক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পহেলগাঁওকাণ্ডের জের, নিয়মের গেরোয় মাকে ছেড়ে পাকিস্তানে ফিরতে হল একরত্তি শিশুকে

‘১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা’- পহেলগাঁও হামলার পর প্রকাশ্য হুমকি পাক মন্ত্রীর

কানাডার উৎসবে রক্তক্ষয়ী হামলা, ঘাতক গাড়ির চাকায় পিষ্ট বহু মানুষ

ইরানের বন্দরে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত বেড়ে ১৪, আহত ৭৫০

করমর্দনের জন্য হাত বাড়ালেন মোল্লা ইউনূস, পাত্তাই দিলেন না ট্রাম্প

ইরানের বন্দরে ভয়াবহ কন্টেনার বিস্ফোরণে নিহত ৪, আহত ৫০০-র বেশি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর