হোয়াইট হাউসের কর্মীকে ফের কামড়ে দিল মেজর
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে স্বভাব যায় না ম’লে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষ্য কুকুর মেজরের দশাও অনেকটা সেই রকম। মঙ্গলবার হাঁটতে বেরিয়ে ফের হোয়াইট হাউসের এক কর্মীকে কামড়ে দিয়েছে। এ নিয়ে এক মাসে দু’দুজনকে কামড়ে দিল মেজর। আর প্রেসিডেন্টের প্রিয় পোষ্যের এমন হিংস্র আচরণে কার্যত আতঙ্কিত হয়ে পড়ছেন হোয়াইট হাউসের কর্মীরা। তবে প্রেসিডেন্টের প্রিয় পোষ্য বলে কথা। তাই মুখে কেউ টুঁ শব্দটি করছেন না।
মেজরের এমন হিংস্র আচরণের সাফাই দিতে গিয়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা বলেছেন, ‘মেজর নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। একবার নিজেকে খাপ খাইয়ে নিলে এমন হিংস্র আচরণ আর করবে না।’ মঙ্গলবার হোয়াইট হাউসের যে কর্মীকে কামড়ে দিয়েছে মেজর, তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুই পোষ্য হল মেজর ও চ্যাম্প। তবে মেজরের চেয়ে চ্যাম্প অনেকটাই শান্ত প্রকৃতির। জাতে জার্মান শেফার্ড মেজর অনেক বেশি দুরন্ত ও ছটফটে। গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরে প্রিয় মেজরকে নিয়ে হাঁটতে বেরিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে প্রবীণ ডেমোক্র্যাট নেতা হোয়াইট হাউসে চলে আসার সময়ে সঙ্গে করে মেজর ও চ্যাম্পকে নিয়ে এসেছিলেন। চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসের এক নিরাপত্তা কর্মীকে কামড়ে দেয় মেজর। তার পরেই তাকে বিশেষ প্রশিক্ষণের জন্য ডেলওয়ারে পাঠানো হয়। সেই প্রশিক্ষণ শেষে দুদিন আগেই হোয়াইট হাউসে ফের ফিরে আসে মেজর। আর ফেরার দুই দিনের মধ্যে ফের একই কাণ্ড ঘটিয়েছে।
মেজরের এমন হিংস্র আচরণের সাফাই দিতে গিয়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা বলেছেন, ‘মেজর নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। একবার নিজেকে খাপ খাইয়ে নিলে এমন হিংস্র আচরণ আর করবে না।’ মঙ্গলবার হোয়াইট হাউসের যে কর্মীকে কামড়ে দিয়েছে মেজর, তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুই পোষ্য হল মেজর ও চ্যাম্প। তবে মেজরের চেয়ে চ্যাম্প অনেকটাই শান্ত প্রকৃতির। জাতে জার্মান শেফার্ড মেজর অনেক বেশি দুরন্ত ও ছটফটে। গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরে প্রিয় মেজরকে নিয়ে হাঁটতে বেরিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে প্রবীণ ডেমোক্র্যাট নেতা হোয়াইট হাউসে চলে আসার সময়ে সঙ্গে করে মেজর ও চ্যাম্পকে নিয়ে এসেছিলেন। চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসের এক নিরাপত্তা কর্মীকে কামড়ে দেয় মেজর। তার পরেই তাকে বিশেষ প্রশিক্ষণের জন্য ডেলওয়ারে পাঠানো হয়। সেই প্রশিক্ষণ শেষে দুদিন আগেই হোয়াইট হাউসে ফের ফিরে আসে মেজর। আর ফেরার দুই দিনের মধ্যে ফের একই কাণ্ড ঘটিয়েছে।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ শ্রমিকের
16th April 2021
16th April 2021
17th April 2021
16th April 2021
ব্রিটেনে এবার হানা ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের স্ট্রেনের
Leave A Comment