এই মুহূর্তে




মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল ধরপাকড়, প্রাক্তন সেনা সহ গ্রেফতার ১৩০ ইরানি নাগরিক




আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি হয়েছে সম্প্রতি। এই তথ্য সকলের কাছেই রয়েছে। সেই সঙ্গে যেটা চলছে সেটা হল ইরানি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড়। বিগত এক সপ্তাহ ধরে এই মাত্রা বেশি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ১৩০ জন ইরানি অভিবাসনের জন্য আবেদনকারীকে গ্রেফতার করেছে। মার্কিন কাস্টমস পুলিশের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাক্তন ইরানি সেনাও রয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণাকের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রাক্তন ইরানি সেনার নাম রিদওয়ার কারিমি। যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি বাগদত্তা সঙ্গীর বিশেষ ভিসা নিয়ে। তাঁর বিবাহিত সঙ্গী মার্কিনী। কিন্তু তারপরেও রিদওয়ার কারিমিকে গ্রেফতার হতে হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মার্কিন নাগরিককে বিয়ে করলেও সেই তথ্য যথাযথভাবে অভিবাসন কর্তৃপক্ষকে জানাননি কারিমি। তাই লঘু পাপে গুরুদণ্ড ভোগ করতে হচ্ছে তাঁকে।

ইরান ইজরায়েল যুদ্ধে নাক গলিয়ে গত ২২ জুন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। মাছ না পেয়ে ছিপে কামড়ের মতো এরপর ইরান ইজরায়েলের উপর মুহূর্মুহূ আক্রমণ শুরু করে। মধ্যপ্রাচ্যে ইজরায়ের মার্কিন যুক্তরাষ্ট্রে মিত্র। পরদিনই আলবামা থেকে রিদওয়ারকে গ্রেফতার করে কাস্টমস পুলিশ। বর্তমানে তিনি আলবামায় একটি বন্দিশালায় আটক রয়েছেন।

এদিকে রিদওয়ারের স্ত্রী অন্তঃসত্ত্বা। স্বামীর এইভাবে আচমকা গ্রেফতার হওয়ার ঘটনায় বিচলিত হয়ে পড়েছেন তিনি। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কাছে স্বামীর মুক্তির আবেদন জানিয়েছেন।

আইসিই জানিয়েছে, গ্রেফতার হওয়া ১৩০ জন ইরানির অধিকাংশের বিরুদ্ধেই অবৈধ অভিবাসনের অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গিয়েছে। বর্তমানে তাদের বন্দিশালায় মোট ৬৭০ জন ইরানি নাগরিক আটক রয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ