আন্তর্জাতিক ডেস্ক: নাম ফাঁস হওয়া বিজ্ঞানীরাই চলতি বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন। আর সেই সঙ্গে নোবেল পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। নেটা নাগরিকদের কাছে হাসির খোরাক হয়ে উঠল তথাকথিত বিশ্বসেরার সম্মান। অনেকেই কটাক্ষের সুরে বলছেন, নোবেল পুরস্কার প্রাপকদের বাছাইয়ের দায়িত্বে থাকা আধিকারিকদের জেলে পোরা হোক। এবং নো-বেল এর শাস্তি দেওয়া হোক।
গত সোমবার থেকেই চলতি বছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়। বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার কথা ছিল। কিন্তু ওই ঘোষণার আগেই সুইডেনের একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে রসায়নে নোবেলজয়ীদের নাম ফাঁস করা হয়।
কয়েক ঘন্টা বাদে রয়্যাল সুইডিশ সায়েন্স আকাদেমির পক্ষ থেকে যে তিন বিজ্ঞানীকে রসায়নে নোবেল দেওয়ার কথা ঘোষণা করা হয় তাতে দেখা যায় ফাঁস হওয়া নামধারীরাই রয়েছেন তালিকায়। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি একিমোভকে নোবেল দেওয়া হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর বার্তোজ্জি, ব্যারি শার্পলেস ও ডেনমার্কের মর্টেন মেলডাল। আগামিকাল বৃহস্পতিবার সাহিত্যে ও শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ৯ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষিত হবে।