করোনা অতীত, দরজায় কড়া নাড়ছে ‘এভিয়েন H5N8 ফ্লু’
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনার থেকেই এখনও সম্পূর্ণ মুক্তি মেলেনি। ভ্যাকসিন প্রয়োগের পরেও আক্রান্তের হার কিন্তু এখনও কমেনি। এরই মধ্যে এবার দরজায় কড়া নাড়ছে নয়া রোগ ‘এভিয়েন H5N8 ফ্লু’।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়াতে এই ফ্লুটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মানবদহে। মুরগী থেকে এই ভাইরাসটি মানবদেহে এলেও মানবদেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে এভিয়েন ফ্লুতে রাশিয়ায় ৭ জন আক্রান্ত হয়েছেন। বন্ধ করে দেওইয়া হয়েছে দক্ষিণ রাশিয়ার একাধিক পোলট্রি ফার্ম।
রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা বলেছেন, ‘আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন। এভিয়ান H5N8 ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে। গবেষণাগারে এর নিশ্চয়তা পাওয়া গিয়েছে। ‘
যদিও মানবদেহে ফ্লুটি ছড়ালেও এখনও পর্যন্ত মারাত্মক কিছু হয়নি। তবে আগামীদিনে এই রোগের কী রূপ ধারন করতে পারে সেইদিকে নজর রাখার কথা বলেছেন পোপোভা। এই সংক্রমণ এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির দেহে কীভাবে ছড়িয়ে সেটি নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহের কথা বলেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়াতে এই ফ্লুটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মানবদহে। মুরগী থেকে এই ভাইরাসটি মানবদেহে এলেও মানবদেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে এভিয়েন ফ্লুতে রাশিয়ায় ৭ জন আক্রান্ত হয়েছেন। বন্ধ করে দেওইয়া হয়েছে দক্ষিণ রাশিয়ার একাধিক পোলট্রি ফার্ম।
রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা বলেছেন, ‘আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন। এভিয়ান H5N8 ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে। গবেষণাগারে এর নিশ্চয়তা পাওয়া গিয়েছে। ‘
যদিও মানবদেহে ফ্লুটি ছড়ালেও এখনও পর্যন্ত মারাত্মক কিছু হয়নি। তবে আগামীদিনে এই রোগের কী রূপ ধারন করতে পারে সেইদিকে নজর রাখার কথা বলেছেন পোপোভা। এই সংক্রমণ এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির দেহে কীভাবে ছড়িয়ে সেটি নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহের কথা বলেন তিনি।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment