১১ মাস বাদে প্রত্যন্ত দ্বীপরাষ্ট্রে হানা দিল করোনা
Share Link:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ রক্ষা হল না। চিনের উহান থেকে একের পর এক দেশে প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসালেও যথেষ্টই নিরাপদ ছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়া। এগারো মাসের বেশি সময় ধরে রুখে দিয়েছিল মারণ ভাইরাসকে। কিন্তু দেশে প্রথমবারের মতো এক করোনা আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে।
সামোয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী আধিকারিক টাকে নাসেরি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘গত ১৩ নভেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে বিশেষ এক বিমানে ২৭৪ যাত্রী রাজধানী আপিয়ায় ফেরেন। ওই যাত্রীদের করোনা পরীক্ষার পর একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পেশায় নাবিক ওই ব্যক্তি সস্ত্রীক ওই বিমানে ফিরেছিলেন। ইতিমধ্যেই করোনা আক্রান্ত ওই ব্যক্তি ও তার স্ত্রীকে সম্পূর্ণভাবে করোনা চিকিৎসার জন্য গড়ে তোলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে করোনায় পরীক্ষায় আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রীর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে এই মুহূর্তে জ্বর, কাঁশি কিংবা নিউমোনিয়া ও ফ্লুর মতো ভাইরাসজনিত রোগের কোনও উপসর্গ না থাকলেও আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়।’
প্রথম করোনাভাইরাস সংক্রমিত রুগী চিহ্নিত হওয়ায় সামোয়ার স্বাস্থ্য আধিকারিকদের কপালে কিছুটা হলেও দুঃশ্চিন্তার ভাঁজ পড়েছে। ফলে রাজধানী আপিয়া সহ বিভিন্ন দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের মাস্ক পরার অনুরোধ জানানোর পাশাপাশি শারীরীক দুরত্বও বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও দ্বীপরাষ্ট্রে করোনাভাইরাস হানা দিয়েছে। এমন কোনও প্রান্ত নেই যেখানে মারণ ভাইরাস থাবা বসায়নি। এদিন রাত বারোটা পর্যন্ত গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৭ লক্ষ ৪৩ হাজার ১১৩ জন। প্রাণ হারিয়েছেন ১৪ লক্ষ ৪৫ হাজার ৫৭৪ জন। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১ লক্ষ ৪ হাজার ৯৮৬ জন।
সামোয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী আধিকারিক টাকে নাসেরি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘গত ১৩ নভেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে বিশেষ এক বিমানে ২৭৪ যাত্রী রাজধানী আপিয়ায় ফেরেন। ওই যাত্রীদের করোনা পরীক্ষার পর একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পেশায় নাবিক ওই ব্যক্তি সস্ত্রীক ওই বিমানে ফিরেছিলেন। ইতিমধ্যেই করোনা আক্রান্ত ওই ব্যক্তি ও তার স্ত্রীকে সম্পূর্ণভাবে করোনা চিকিৎসার জন্য গড়ে তোলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে করোনায় পরীক্ষায় আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রীর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে এই মুহূর্তে জ্বর, কাঁশি কিংবা নিউমোনিয়া ও ফ্লুর মতো ভাইরাসজনিত রোগের কোনও উপসর্গ না থাকলেও আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়।’
প্রথম করোনাভাইরাস সংক্রমিত রুগী চিহ্নিত হওয়ায় সামোয়ার স্বাস্থ্য আধিকারিকদের কপালে কিছুটা হলেও দুঃশ্চিন্তার ভাঁজ পড়েছে। ফলে রাজধানী আপিয়া সহ বিভিন্ন দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের মাস্ক পরার অনুরোধ জানানোর পাশাপাশি শারীরীক দুরত্বও বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও দ্বীপরাষ্ট্রে করোনাভাইরাস হানা দিয়েছে। এমন কোনও প্রান্ত নেই যেখানে মারণ ভাইরাস থাবা বসায়নি। এদিন রাত বারোটা পর্যন্ত গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৭ লক্ষ ৪৩ হাজার ১১৩ জন। প্রাণ হারিয়েছেন ১৪ লক্ষ ৪৫ হাজার ৫৭৪ জন। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১ লক্ষ ৪ হাজার ৯৮৬ জন।
More News:
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং
23rd January 2021
Leave A Comment