28ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:56 am
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে করোনার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ৯০ হাজারের ঘর। সে দেশের ন্যাশনাল কম্যান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) থেকে পাওয়া খবর উদ্ধৃত করে জিও টিভি এই খবর দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে সাত হাজারের বেশি (৭,৫৩৯জন)।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও একলাফে অনেকটাই বেড়েছে। বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। যে খবর সব থেকে উদ্বেগের তা হল, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন দু হাজারের বেশি। এর আগের চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫, ১৯৬জন। আর পরবর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭,৫৩৯।
এনসিওসি-র তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৫জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২৯, ১৬২জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৯১,৮৫৪। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৭৮৪জন। এই নিয়ে করোনাকে জয়ী করে ঘরে ফেরার সংখ্যা বেড়ে হল ১,২৭২, ৮৭১।
সব থেকে বেশি আক্রান্তের খবর এসেছে সিন্ধু প্রদেশ থেকে। একদিনে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৮৮জন। সব থেকে বেশি মৃত্যু এখানেই। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২জন। দ্বিতীয়স্থানে পাক-পাঞ্জাব। আক্রান্ত ১,৮৪২জন। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন সাতজন। এর পরেই রয়েছে ইসলামাবাদ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছে ১২৮৫জন। রাজধানী-সহ বালুচিস্তান, গিলগিট-বালটিস্তান, আজাদ জম্মু-কাশ্মীর থেকে মৃত্যুর খবর নেই।