এই মুহূর্তে




৩০ আফগান ‘জঙ্গি’কে হত্যা, গর্বিত দাবি পাকিস্তানের




আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত। পাক সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে যে তারা গত তিন দিনে আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টারত ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। গত সপ্তাহে একই সীমান্ত অঞ্চলে আত্মঘাতী হামলায় ১৬ জন পাক সৈন্য নিহত হয়েছিলেন।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিরা পাকিস্তান তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। তাদের মদতদাতা হল ভারত, এমনটাই দাবি জানিয়েছে তারা। ভারতের মদতের পাকিস্তানে আফগানি ‘জঙ্গি’দের বাড়বাড়ন্ত, এই বক্তব্য পাকিস্তানের নতুন নয়। এর আগেও একাধিকবার তারা কোনও প্রমাণ ছাড়াই এমন অনৈতিক ও অযৌক্তিক দাবি জানিয়েছে।

পাক সেনাবাহিনী এক বিবৃতি মারফত বলেছে, “নিরাপত্তা বাহিনী ব্যতিক্রমী পেশাদারিত্ব, সতর্কতামূলক প্রস্তুতি প্রদর্শন করেছে এবং সম্ভাব্য বিপর্যয় রোধ করেছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।”

সীমান্তবর্তী জেলা উত্তর ওয়াজিরিস্তানে গত সপ্তাহে আত্মঘাতী হামলা হয়। সেখানে গত সপ্তাহে পাকিস্তান তালেবানের একটি অংশের আত্মঘাতী হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হন।

শুক্রবারের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার’ জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। শুক্রবার নিজের কার্যালয়ে এক বিবৃতি মারফত তিনি বলেন, “আমরা দেশ থেকে সকল ধরণের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

প্রধানমন্ত্রীর বিবৃতিতে ভারতকে পাকিস্তানে জঙ্গিবাদ উস্কে দেওয়ার জন্যও অভিযুক্ত করা হয়েছে। তাদের দাবি পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা নিয়মিতভাবে অভিযোগ করে যে পাক জঙ্গিরা ভারতের ভূখণ্ডে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করে। ভারতের এই দাবি যে মিথ্যে নয়, তা পাকিস্তানও জানে নিঃসন্দেহে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘দেশে ভিক্ষুক নেই’, বিতর্কিত মন্তব্যের জেরে পদ হারালেন কিউবার মন্ত্রী

পাকিস্তানে পেট্রোলের লিটার ২৭২ টাকা, ডিজেলের দাম গগনচুম্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ