ধর্ষকদের নপুংসক বানাতে আইন আনছে পাক সরকার
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় রাশ টানতে এবার রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের পুরুষাঙ্গ অকেজো করতে আইন আনছে ইমরান খান সরকার। মঙ্গলবার পাক মন্ত্রিসভা ধর্ষণ রুখতে এমন কঠোর সিদ্ধান্তে সায় দিয়েছে। যদিও একাধিক মানবাধিকার সংগঠন ইমরান খান সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। পাশাপাশি ধর্ষণের মতো জঘন্য ঘটনায় যুক্ত অপরাধীরা যাতে দ্রুত শাস্তি পায়, তার জন্য ফাস্ট ট্র্যাক আদালতে ধর্ষণ মামলার বিচার চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক মাস আগেই দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা রুখতে রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের পুরুষাঙ্গ অকেজো করার পক্ষে সওয়াল করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তব্য ছিল, ‘যেহেতু বিশ্বের অধিকাংশ দেশেই মৃত্যুদণ্ড বিলুপ্ত হয়েছে, ফলে ধর্ষকদের ফাঁসি দেওয়া হলে অনেক দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাই রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের নপুংসক করার পথে হাঁটা উচিত।’
পাক সংবাদমাধ্যম ‘জিও টেলিভিশন’ জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের নপুংসক করার পাশাপাশি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন অধিকাংশ সদস্য। আইন মন্ত্রকের পক্ষ থেকেও ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে অধ্যাদেশ জারির পক্ষে সুপারিশও করা হয়।’
পাক আইনমন্ত্রকের তরফে। ধর্ষণ দমনে একটি অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জানিয়ে তার একটি খসড়াও পেশ করা হয় বৈঠকে। বৈঠকে অধিকাংশ মন্ত্রীর এমন কঠোর অবস্থান দেখে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের প্রধান কর্তব্য। এ বিষয়ে কোনও গাফিলতি বরদাস্ত করব না। নির্যাতিতারা যাতে নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন সেই জন্য তার এবং তার পরিবারের সুরক্ষা এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আইন দ্রুতই পাশ করা হবে।’
মন্ত্রিসভার বৈঠকের পরে পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের অন্যতম নেতা ও সাংসদ ফয়জাল জাভেদ খান জানান, ‘শিগগিরই নপুংসক সংক্রান্ত বিলটি সংসদে পেশ করা হবে।’
গত কয়েক মাস আগেই দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা রুখতে রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের পুরুষাঙ্গ অকেজো করার পক্ষে সওয়াল করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তব্য ছিল, ‘যেহেতু বিশ্বের অধিকাংশ দেশেই মৃত্যুদণ্ড বিলুপ্ত হয়েছে, ফলে ধর্ষকদের ফাঁসি দেওয়া হলে অনেক দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাই রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের নপুংসক করার পথে হাঁটা উচিত।’
পাক সংবাদমাধ্যম ‘জিও টেলিভিশন’ জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের নপুংসক করার পাশাপাশি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন অধিকাংশ সদস্য। আইন মন্ত্রকের পক্ষ থেকেও ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে অধ্যাদেশ জারির পক্ষে সুপারিশও করা হয়।’
পাক আইনমন্ত্রকের তরফে। ধর্ষণ দমনে একটি অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জানিয়ে তার একটি খসড়াও পেশ করা হয় বৈঠকে। বৈঠকে অধিকাংশ মন্ত্রীর এমন কঠোর অবস্থান দেখে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের প্রধান কর্তব্য। এ বিষয়ে কোনও গাফিলতি বরদাস্ত করব না। নির্যাতিতারা যাতে নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন সেই জন্য তার এবং তার পরিবারের সুরক্ষা এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আইন দ্রুতই পাশ করা হবে।’
মন্ত্রিসভার বৈঠকের পরে পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের অন্যতম নেতা ও সাংসদ ফয়জাল জাভেদ খান জানান, ‘শিগগিরই নপুংসক সংক্রান্ত বিলটি সংসদে পেশ করা হবে।’
More News:
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং
23rd January 2021
23rd January 2021
ক্যাপিটালে আক্রান্ত ২০০ ন্যাশনাল গার্ড, ক্ষমাপ্রার্থী বাইডেন
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
Leave A Comment