ডিগবাজি, ভারত থেকে চিনি-তুলো আমদানি করবে না পাকিস্তান
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাইলেও, তাঁর ডাকে সাড়া দিতে নারাজ পাক শাসকরা। অতীতের তিক্ততা ভুলে ভারত থেকে চিনি ও তুলো আমদানির উপর থেকে পাক সরকার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বলে খবর রটেছিল। কিন্তু বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ভারত থেকে চিনি ও তুলো আমদানির ক্ষেত্রে মঞ্জুরি দেয়নি মন্ত্রিসভা। ফলে আগের নিষেধাজ্ঞা বহাল থাকছে।’
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ছেদ টেনেছিল ইমরান খান সরকার। ভারত থেকে চিনি, তুলো সহ নানা পণ্য আমদানির উপরে একতরফা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। গতকাল বুধবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে সরকারের কাছে ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক চালু করার জন্য সুপারিশ করা হয়েছিল। পাকিস্তানের জাতীয় দিবসে অতীতের তিক্ততা ভুলে যেভাবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাতে দু’দেশের মধ্যে বরফ শীতল সম্পর্কের অবসান ঘটবে বলে আশা করেছিলেন কূটনীতিবিদরা।
কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানের কুর্সিতে থাকা বর্তমান শাসকরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তাঁদের বেশি গরজ নেই। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্পষ্ট জানিয়ে দেন, ‘যতদিন পর্যন্ত না কাশ্মীরে ফের ৩৭০ ধারা চালু হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শুরু করা হবে না। চিনি ও তুলো আমদানির ছাড়পত্র দেওয়া হবে না।’
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ছেদ টেনেছিল ইমরান খান সরকার। ভারত থেকে চিনি, তুলো সহ নানা পণ্য আমদানির উপরে একতরফা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। গতকাল বুধবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে সরকারের কাছে ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক চালু করার জন্য সুপারিশ করা হয়েছিল। পাকিস্তানের জাতীয় দিবসে অতীতের তিক্ততা ভুলে যেভাবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাতে দু’দেশের মধ্যে বরফ শীতল সম্পর্কের অবসান ঘটবে বলে আশা করেছিলেন কূটনীতিবিদরা।
কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানের কুর্সিতে থাকা বর্তমান শাসকরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তাঁদের বেশি গরজ নেই। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্পষ্ট জানিয়ে দেন, ‘যতদিন পর্যন্ত না কাশ্মীরে ফের ৩৭০ ধারা চালু হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শুরু করা হবে না। চিনি ও তুলো আমদানির ছাড়পত্র দেওয়া হবে না।’
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ শ্রমিকের
16th April 2021
16th April 2021
17th April 2021
16th April 2021
ব্রিটেনে এবার হানা ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের স্ট্রেনের
Leave A Comment