এই মুহূর্তে




ইজরায়েল-হামাস যুদ্ধের ভিডিও প্রথম বিশ্বের সামনে এনেছিলেন সেই সাংবাদিক আর নেই

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ থেকে ইজরায়েল-হামাস আক্রমণে অগ্নিগর্ভ গাজা। এখনও ইজরায়েলি আক্রমণে মৃত্যু হয়েছে অসংখ্য ফিলিস্তিনিদের। যদিও যুদ্ধের শুরু করেছিল হামাস। বর্তমানে খাওয়ার জন্যে ছটফট করছেন গাজাবাসী। এবার গাজাবাসীদের সেই দুর্দশার খবর তুলে ধরতে গিয়ে গাজার মলিশিয়াদের গুলিতে নিহত হলেন একজন ফিলিস্তিনি সাংবাদিক। যিনি সোশ্যাল মিডিয়ায় ‘মিস্টার ফাফো’ নামে পরিচিত। তাঁর আসল নাম সালেহ আল-জাফরাউই। যিনি ইজরায়েল-হামাস যুদ্ধের সময় প্রথম একটি ভিডিওর মাধ্যমে গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিলেন, যার ফলে তাঁর লক্ষ লক্ষ অনুসারী তৈরি হয়েছিল। জানা গিয়েছে, গাজা উপত্যকায় প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি দলগুলির মধ্যে সংঘর্ষের সময় তিনি নিহত হয়েছেন।

একটি মিডিয়া রিপোর্ট অনুসারে, যুদ্ধের খবর সংগ্রহ করার সময় আল-জাফারাউইকে মাথায় গুলি করেন কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী দোঘমুশ গোষ্ঠীর সদস্যরা। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই সাংবাদিক। এই সহিংসতা হামলায় বেশ কয়েকজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিও প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই গাজাকে কেন্দ্র করে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধের অবসান এবং বন্দী বিনিময়ের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যুর খবর আবারও যুদ্ধের হাতছানি দিল। গাজা-ভিত্তিক সাংবাদিক মোহাম্মদ শাহেন আল-জাফারাউইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, “প্রতিদিন একটি নতুন ক্ষতি, নতুন বিদায়, যদিও ইজরায়েলি সামরিক বাহিনী এই যুদ্ধ বন্ধ করে দিয়েছে, কিন্তু কিছু লোকের বিশ্বাসঘাতকতায় যুদ্ধ অব্যাহত রয়েছে। ঈশ্বর নায়ক সালেহ আল-জাফরাউই কে শান্তি দিক। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।” আল-জাফরাউই, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের উপর হামাসের রকেট হামলার একটি ভিডিও প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যদিও পরে তাঁকে এই ভিডিওর জন্যে তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল। এমনকী ইজরায়েলপন্থী কর্মীদের কাছ থেকে তিনি “মিস্টার ফাফো” আখ্যা পেয়েছিলেন। তবে এর আগে আল-জাফরাউই একটি হাসপাতালের জন্য বরাদ্দ তহবিল সম্পর্কিত জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ