রাজ পরিবারের পুত্রবধূকে পর্ন সাইটে কাজ করার প্রস্তাব
Share Link:

আন্তর্জাতিক ডেস্ক: রাজ পরিবারে বউ হয়ে আসার আগে অভিনয় জগতে যুক্ত ছিলেন তিনি। বরাবরই খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য ছিলেন। কিন্তু রক্ষণশীল রাজ পরিবারে এসে অনেক কিছুই মুখ বুঝে মেনে নিতে হয়েছিল। হাঁপ ছেড়ে বাঁচতে তাই স্বামীর হাত ধরে রাজ পরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ খুঁজছেন।
আর তাঁর সেই কাজ খোঁজার সুযোগকেই হাতিয়ার করে ‘ডাচেস অফ সাসেক্স’ মেগান মর্কেলকে এবার পর্ন সাইটে কাজ করার প্রস্তাব দিল একটি বিখ্যাত পর্ন সাইট সংস্থা। প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘ইওর পর্ন’-এর পক্ষ থেকে প্রাক্তন মার্কিন অভিনেত্রীকে চাকরির প্রস্তাব দিয়ে বলা হয়েছে, পুরনো ধারণা ছেড়ে মেগানই সংস্থাকে নতুন কিছু করার রসদ যোগাতে পারেন।’ ব্রিটিশ রাজপরিবার অত্যন্ত রক্ষণশীল হিসেবে পরিচিত। সেই রাজ পরিবারের পুত্রবধূকে এ ধরনের কাজের প্রস্তাব দেওয়া নিয়ে রীতি মতো শোরগোল পড়ে গেছে। যদিও পর্ন সাইটের প্রস্তাব নিয়ে কোনও মন্তব্যই করেননি মেগান।
রাজ পরিবার থেকে আলাদা থাকার ঘোষণা করে গত সপ্তাহখানেক ধরেই সংবাদের শিরোনামে চার্লস ও ডায়নার ছোট ছেলে ‘ডিউক অফ সাসেক্স’ প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মর্কেল। আপাতত কানাডাতেই ঘাঁটি গেড়ে আর্থিক উপার্জনের রাস্তা খুঁজবেন বলে দুজনেই জানিয়েছেন। রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক চোকানো হ্যারিকে ইতিমধ্যেই আংশিক চাকরির প্রস্তাব দিয়েছে আমেরিকার বিখ্যাত ফাস্টফুড চেইন সংস্থা বার্গার কিং।
কিন্তু যেভাবে মেগানকে পর্ন সাইট সংস্থা ‘ইওর পর্ন’ চাকরির প্রস্তাব দিয়েছে, তা ভালভাবে মেনে নিচ্ছে না ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা। বাকিংহাম প্যালেসের এক আধিকারিকের কথায়, ‘মেগান পর্ন সাইটে চাকরির প্রস্তাব মানে প্রকারান্তরে তাঁকে পর্ন স্টার হওয়ারই প্রস্তাব দেওয়া হয়েছে। ‘ইওর পর্ন’ সংস্থা শালীনতার সব মাত্রা ছাড়িয়েছে। প্রয়োজনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আর তাঁর সেই কাজ খোঁজার সুযোগকেই হাতিয়ার করে ‘ডাচেস অফ সাসেক্স’ মেগান মর্কেলকে এবার পর্ন সাইটে কাজ করার প্রস্তাব দিল একটি বিখ্যাত পর্ন সাইট সংস্থা। প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘ইওর পর্ন’-এর পক্ষ থেকে প্রাক্তন মার্কিন অভিনেত্রীকে চাকরির প্রস্তাব দিয়ে বলা হয়েছে, পুরনো ধারণা ছেড়ে মেগানই সংস্থাকে নতুন কিছু করার রসদ যোগাতে পারেন।’ ব্রিটিশ রাজপরিবার অত্যন্ত রক্ষণশীল হিসেবে পরিচিত। সেই রাজ পরিবারের পুত্রবধূকে এ ধরনের কাজের প্রস্তাব দেওয়া নিয়ে রীতি মতো শোরগোল পড়ে গেছে। যদিও পর্ন সাইটের প্রস্তাব নিয়ে কোনও মন্তব্যই করেননি মেগান।
রাজ পরিবার থেকে আলাদা থাকার ঘোষণা করে গত সপ্তাহখানেক ধরেই সংবাদের শিরোনামে চার্লস ও ডায়নার ছোট ছেলে ‘ডিউক অফ সাসেক্স’ প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মর্কেল। আপাতত কানাডাতেই ঘাঁটি গেড়ে আর্থিক উপার্জনের রাস্তা খুঁজবেন বলে দুজনেই জানিয়েছেন। রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক চোকানো হ্যারিকে ইতিমধ্যেই আংশিক চাকরির প্রস্তাব দিয়েছে আমেরিকার বিখ্যাত ফাস্টফুড চেইন সংস্থা বার্গার কিং।
কিন্তু যেভাবে মেগানকে পর্ন সাইট সংস্থা ‘ইওর পর্ন’ চাকরির প্রস্তাব দিয়েছে, তা ভালভাবে মেনে নিচ্ছে না ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা। বাকিংহাম প্যালেসের এক আধিকারিকের কথায়, ‘মেগান পর্ন সাইটে চাকরির প্রস্তাব মানে প্রকারান্তরে তাঁকে পর্ন স্টার হওয়ারই প্রস্তাব দেওয়া হয়েছে। ‘ইওর পর্ন’ সংস্থা শালীনতার সব মাত্রা ছাড়িয়েছে। প্রয়োজনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
More News:
20th January 2021
19th January 2021
19th January 2021
19th January 2021
19th January 2021
18th January 2021
18th January 2021
18th January 2021
17th January 2021
17th January 2021
Leave A Comment