31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:23 am
আন্তর্জাতিক ডেস্ক: মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চিনের প্রেসিডেন্ট সেরিব্রাল অ্যানিউরিজমে আক্রান্ত হয়েছেন। এ বছরের শেষের দিকে তিনি হাসপাতালে ভর্তি হবে। এই রোগে আক্রান্তের অপারেশন ছাড়া কোনও উপায় থাকে না। যদিও প্রেসিডেন্ট দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তিনি অপারেশন করবেন না। চিনের চিরাচরিত চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গিয়েছে, প্রেসিডেন্ট শির ইদানিং শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। সম্প্রতি তিনি গিয়েছিলেন ফ্রান্সে। চলাফেরায় বেশ সমস্যা হচ্ছিল। বসার সময় নিতে হয়েছিল কারও সাহায্য। দু বছর আগে গত অক্টোবরে শেনজেন প্রদেশে একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ বাদে তিনি এসেছিলেন।
শি জিনপিং নিয়মের ব্যাপারে খুব কঠোর। যে সময়ে তাঁর যেখানে উপস্থিত হওয়ার কথা, তিনি যথাসময়ে সেখানে উপস্থিত হন। কিন্তু শেনজেন প্রদেশে দেরি করে উপস্থিত হওয়ার পর থেকে চিনের প্রেসিডেন্টকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়। গুঞ্জন উঠতে শুরু করে শি কি তবে গুরুতর রোগে আক্রান্ত? সেই গুঞ্জনে ইতি ঘটতে চলেছে। তবে এর থেকেও আরও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে। আর তা হল আসন্ন পার্টি কংগ্রেসে কি শিকে দেখা যাবে না।?
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন বিল গেটস। তিনি নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। রয়েছেন হোম আইসোলেশনে। জানিয়েছেন, শরীরে মৃদু উপসর্গ রয়েছে। নির্ভতবাসে থেকেই তিনি জরুরী কাজ করবেন। বিল গেটসের করোনায় আক্রান্ত হওয়ার খবরে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার