ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করল স্ন্যাপচ্যাটও
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে যেমন কর্ম, তেমন ফল। জো বাইডেনের প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক স্বীকৃতি আটকাতে সমর্থকদের দিয়ে ওয়াশিংটনের সংসদ ভবনে হামলা চালিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই কৃতকর্মের মূল্য চোকাতে হচ্ছে তাঁকে। ফেসবুক, ইউটিউবের পর আরও এক সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে আজীবন নিষিদ্ধ হলেন। গত সপ্তাহেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছিল স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ।
তবে একের পর এক সামাজিক মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পরেও হুঁশ ফিরছে না ট্রাম্পের। বরং বেলাগাম মন্তব্য করেই চলেছেন। তাঁকে ইমপিচ করা হলে ক্যাপিটল ভবনে হামলার চেয়েও বড় দাঙ্গা বাঁধবে বলে বুধবারই হুঙ্কার ছেড়েছেন তিনি। আর সেই হুঙ্কারের পরেই নড়েচড়ে বসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ আধিকারিকরা। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন জো বাইডেন। তাঁর শপথগ্রহণের আগে যাতে নতুন করে দেশে হিংসা না ছড়ায় সেদিকে নজর রেখে কড়া পদক্ষেপ করেছে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ।
বুধবার ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করার কথা জানিয়ে মাল্টিমিডিয়া মেসেজ প্লাটফর্ম স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বলেছেন, ‘গত সপ্তাহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়ানো এবং সহিংসতায় উস্কানি দেওয়া আমাদের নীতিমালার বিরোধী। আর সেই নীতিমালা লঙ্ঘনের দায়েই জনস্বার্থে আমরা তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
গত ৭ জানুয়ারি ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়ে দেয়, ‘অনির্দিষ্ট কাল পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ থাকবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। গত মঙ্গলবার ইউটিউব কর্তৃপক্ষ ঘোষণা করে, ‘’আগামী এক সপ্তাহ নতুন কোনও ভিডিয়ো নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।’
তবে একের পর এক সামাজিক মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পরেও হুঁশ ফিরছে না ট্রাম্পের। বরং বেলাগাম মন্তব্য করেই চলেছেন। তাঁকে ইমপিচ করা হলে ক্যাপিটল ভবনে হামলার চেয়েও বড় দাঙ্গা বাঁধবে বলে বুধবারই হুঙ্কার ছেড়েছেন তিনি। আর সেই হুঙ্কারের পরেই নড়েচড়ে বসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ আধিকারিকরা। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন জো বাইডেন। তাঁর শপথগ্রহণের আগে যাতে নতুন করে দেশে হিংসা না ছড়ায় সেদিকে নজর রেখে কড়া পদক্ষেপ করেছে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ।
বুধবার ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করার কথা জানিয়ে মাল্টিমিডিয়া মেসেজ প্লাটফর্ম স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বলেছেন, ‘গত সপ্তাহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়ানো এবং সহিংসতায় উস্কানি দেওয়া আমাদের নীতিমালার বিরোধী। আর সেই নীতিমালা লঙ্ঘনের দায়েই জনস্বার্থে আমরা তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
গত ৭ জানুয়ারি ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়ে দেয়, ‘অনির্দিষ্ট কাল পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ থাকবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। গত মঙ্গলবার ইউটিউব কর্তৃপক্ষ ঘোষণা করে, ‘’আগামী এক সপ্তাহ নতুন কোনও ভিডিয়ো নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।’
More News:
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং
23rd January 2021
23rd January 2021
ক্যাপিটালে আক্রান্ত ২০০ ন্যাশনাল গার্ড, ক্ষমাপ্রার্থী বাইডেন
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
Leave A Comment