33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:21 am
নিজস্ব প্রতিনিধি, কলম্বো: হিংসার আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। আর তার মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাঙ্গাকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশ ও সেনাবাহিনীকে। কিন্তু সেই নির্দেশের কথা অস্বীকার করলেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রধান ও সেনা কমান্ডার জেনারেল শাভেন্দ্র সিলভা। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। তাছাড়া সশস্ত্র বাহিনী কখনই এই ধরনের ন্যক্কারজনক কাজ করবে না।’
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার পরেই কার্যত শ্রীলঙ্কায় নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ একাধিক সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রাণে বাঁচতে নৌ-সেনা ঘাঁটিতে আশ্রয় নেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু সেখান থেকে যাতে তিনি পালাতে না পারেন, তার জন্য নৌ-সেনা ঘাঁটি অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরও অবরোধ করে রেখেছে একদল তরুণ। প্রশাসনের পক্ষ থেকে বার বার শান্তি বজায় রাখার আর্জি জানানো হলেও তাতে সাড়া মেলেনি। ফলে গোটা দেশে কার্ফুর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।
কার্ফু বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সরকারি সম্পত্তি ভাঙচুরকারী ও আন্দোলনের নামে হিংসা ছড়ানোয় লিপ্তদের দেখামাত্র গুলির আদেশ দেওয়া হয়। আর সেই খবর জানা মাত্র আরও ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে আরও তেতে ওঠে। শেষ পর্যন্ত দেখা মাত্র গুলির নির্দেশের কথা অস্বীকার করে প্রতিরক্ষা প্রধান তথা সেনা কমান্ডার শাভেন্দ্র সিলভা বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা চালিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সোমবার থেকে শুরু হওয়া হিংসাত্মক আন্দোলনে এখনও পর্যন্ত আটজন প্রাণ হারিয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন তিন শতাধিক।