এই মুহূর্তে




সাঙ্ঘাতিক কাণ্ড, অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সাপ পাচারের চেষ্টা, তল্লাশি চালাতেই চোখ…




আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বাসে সাপ লুকিয়ে পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ওই ব্যক্তি একজন শ্রীলঙ্কান। ব্যাংককের সুয়ান্নাভুমি আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সাপ নিয়ে যাচ্ছিল সে। তাকে আটক করেছে থাইল্যান্ড ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক। অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিকবার  আন্তর্জাতিকভাবে বিরল প্রাণী পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছিল। এই তথ্য জানিয়েছেন থাইল্যান্ডের বন্যপ্রাণী অপরাধ গোয়েন্দা কেন্দ্রের পরিচালক ফোনলাভি বুচাকিয়েত।

বুচাকিয়েত জাতীয় উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে ৩ জুলাই এই তথ্য দেন। পোস্টে তিনি জানান, গোপন সূত্রে আগেই খবর পেয়েছিল তাঁর দল। জেনেছিলেন ওই শ্রীলঙ্কান ব্যক্তি ব্যাঙ্ককে আসছে। তাই প্রস্তুতি ছিলই গোয়েন্দা মহলে। প্রাণী পাচারে আগে থেকেই অভ্যস্ত শেহানের জন্য সতর্কতা ছিল কিছু বেশিই।

জানা গিয়েছে, শেহান প্রথম আটক হয়েছিল নিজের দেশেই। ২০২৪ সালে রাজধানী কলম্বোতে তাকে বিরল প্রাণী পাচারের অভিযোগে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে উদ্ধার হয় নেকড়ে, মিরক্যাট, ব্ল্যাক ককাটিয়েল, সুগার গ্লাইডার, সজারু, বল পাইথন, ইগুয়ানা, ব্যাঙ, স্যালাম্যান্ডার ও কচ্ছপসহ নানা ধরনের বন্যপ্রাণী। পুলিশ ও বন্যপ্রাণী কর্তৃপক্ষ একটু অসাবধান হলেই সে সব প্রাণী দেশের বাইরে চলে যেত।

তাই এবার যখন খব্বর আসে শেহান আসছে, তখন আগে থেকে সতর্ক হন সকলে। গোপন সূত্রে তথ্য পেয়ে থাই কর্তৃপক্ষ ১ জুলাই রাত ১২টা ৬ মিনিটে ব্যাংককে পৌঁছানো শেহানের গতিবিধি নজরে রাখে। এরপর ২ জুলাই সে ব্যাংকক ছাড়ার জন্য উড়ান ধরতে সন্ধ্যা ৭টার দিকে সুয়ান্নাভুমি বিমানবন্দরে পৌঁছান।

থাই এয়ারওয়েজের এক্স-রে যন্ত্র দিয়ে লাগেজ স্ক্যান করেও কিছু পাওয়া যায়নি। পরে শরীর তল্লাশির সময় তার অন্তর্বাসে একটি জাল ব্যাগে রাখা তিনটি পোষ্য পাইথন সাপ উদ্ধার করা হয়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যপ্রাণী যাতে দেশের বাইরে পাচার না হয় তার জন্য সবসময় নজরদারি রাখা হয়। পাচারের সঙ্গে যুক্ত জড়িতদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

জানেন কী, কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র এই কৌরব যুদ্ধ করেছিলেন পাণ্ডবদের হয়ে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ