আন্তর্জাতিক ডেস্ক: আকাশসীমা লঙ্ঘনের দায়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিল তালিবানরা। মঙ্গলবার তালিবান সরকারের মুখপাত্র তথা আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ সরাসরি হুমকি দিয়েছেন, ‘তালিবান সরকারের সঙ্গে আলোচনা না করে আফগানিস্তানের স্থল কিংবা আকাশ সীমান্ত ব্যবহার করলে অবাঞ্ছিত পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।’ যদিও তালিবান সরকারের মুখপাত্রের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না পেন্টাগন।
‘জেরুজালেম পোস্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালিবানের সঙ্গে সমন্বয়ের কোনও প্রয়োজন নেই।’ তার পরেই গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের আকাশে মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা গিয়েছে। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছে তালিবান নেতৃত্ব।
তাই মার্কিন সেনাবাহিনীকে পাল্টা হুঁশিয়ারি দেওয়ার পথে হেঁটেছে কট্টর মৌলবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটে লিখেছেন, ‘গত কয়েক দিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। যে কোনও দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালিবান সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই আফগানিস্তানের কোনও সীমানা ব্যবহার করতে হলে তালিবান সরকারের সাথে আলোচনা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিস্কার জানিয়ে দিচ্ছি, এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করতে চাইলে তালিবান সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে।’